আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল যুগে বেশিরভাগ কাজ কম্পিউটার বা মোবাইলেই হয়ে যায়। কিন্তু এর একটি খারাপ দিকও রয়েছে। বহু মানুষকেই এর জন্য সারাদিন ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনের সামনে বসে থাকতে হয়। দীর্ঘক্ষণ ডিজিটাল পর্দায় তাকিয়ে থাকলে চোখ শুষ্ক হয়ে যায়। দেখা দিতে পারে চোখে ব্যথা, ঝাপসা দেখা বা চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যাও। তাই চোখের সমস্যা থেকে রেহাই পেতে কয়েকটি বিষয় মেনে চলা জরুরি।

১. ২০-২০-২০ নিয়ম
প্রতি ২০ মিনিট স্ক্রিনে কাজ করার পর ২০ সেকেন্ডের জন্য অন্তত ২০ ফুট দূরের কোনও জিনিসের দিকে তাকান। এতে চোখের পেশি বিশ্রাম পায়।
২. ঠান্ডা জলের সেঁক
দিনে ২-৩ বার ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিন অথবা তুলো ঠান্ডা জলে ভিজিয়ে চোখের উপর ৫ মিনিট রাখুন। এতে চোখের ফোলা ও লালচে ভাব দূর হয়।
৩. শসার টুকরো
শসার নব্বই শতাংশ জল। পাশাপাশি শসা ত্বক ঠান্ডা করে। সারাদিনের কাজের শেষে চোখের উপর ১০ মিনিট দু’টি শসার টুকরো রেখে দিন। এটি চোখকে আরাম দেয় ও শুষ্কতা দূর করে।
৪. গোলাপজল
খাঁটি গোলাপজল তুলোর সাহায্যে চোখে লাগালে চোখ ঠান্ডা থাকে এবং চোখের ক্লান্তি অনেকটাই কমে যায়। দিনে একবার ব্যবহার করলেই উপকার পাবেন।
৫. পুষ্টিকর খাবার
গাজর, বিটরুট, বেলপেপার প্রভৃতি রঙিন সবজি খান। রঙিন সবজি চোখের জন্য অত্যন্ত উপকারী। পাশাপাশি আমলকি, বাদাম ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবার চোখের ভেতরের পুষ্টি যোগায়। প্রতিদিনের খাদ্যতালিকায় এই খাবারগুলি রাখলে চোখ ভাল থাকবে।