আজকাল ওয়েবডেস্ক: যৌন সক্ষমতা বাড়ানোর ওষুধ হিসেবে ভায়াগ্রার নাম প্রায় সবারই জানা। অনেক পুরুষই দ্রুত ফল পেতে কিংবা যৌনজীবনে অধিক তৃপ্তি খুঁজে পেতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই এই ওষুধ সেবন করেন। তবে অতিরিক্ত ভায়াগ্রা খাওয়া যেমন শরীরের জন্য বিপজ্জনক, তেমনই দীর্ঘমেয়াদে এটি প্রাণঘাতীও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যৌন সুখের মোহে ভায়াগ্রা অপব্যবহার করলে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে।
প্রথমেই বলা যায়, ভায়াগ্রা মূলত রক্তনালী শিথিল করে লিঙ্গে রক্তপ্রবাহ বাড়ায়, যার ফলে সাময়িকভাবে উত্থান সহজ হয়। কিন্তু দেহে প্রয়োজনীয় মাত্রার বেশি এই ওষুধ গ্রহণ করলে রক্তচাপ অস্বাভাবিকভাবে নেমে যায়। এতে মাথা ঘোরা, বুক ধড়ফড়, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ, কারণ হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
অতিরিক্ত ভায়াগ্রা সেবনের আরেকটি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হল প্রিয়াপিজম। অর্থাৎ দীর্ঘ সময় ধরে বেদনাদায়ক লিঙ্গোত্থান হওয়া। এটি অবহেলা করলে লিঙ্গের টিস্যু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে সম্পূর্ণ যৌন অক্ষমতার ঝুঁকি তৈরি হয়। শুধু তাই নয়, চোখের উপরেও এর ক্ষতিকর প্রভাব পড়ে। হঠাৎ দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া, রঙ ঠিকমতো না দেখা কিংবা একেবারে দৃষ্টিশক্তি হারানোর মতো ঘটনাও চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে পাওয়া গেছে।
অতিরিক্ত সেবনের ফলে কিডনির ওপরও চাপ পড়ে। যাঁদের আগে থেকেই কিডনি বা লিভারের সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে এই ওষুধ বিষক্রিয়ার মতো কাজ করতে পারে। মাথাব্যথা, হজমের গোলমাল, ডায়রিয়া, অতিরিক্ত ঘাম হওয়া, ঘুমের সমস্যা ইত্যাদি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলেও ওষুধের মাত্রা ছাড়িয়ে গেলে এগুলি মারাত্মক রূপ নিতে পারে।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
মনস্তাত্ত্বিক দিক থেকেও ঝুঁকি কম নয়। অনেকেই ভায়াগ্রার উপর নির্ভরশীল হয়ে পড়েন। স্বাভাবিকভাবে যৌনক্ষমতা থাকা সত্ত্বেও ওষুধ ছাড়া আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। এর ফলে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা বেড়ে যায়। এমনকি দাম্পত্য সম্পর্কে অবিশ্বাস এবং অস্থিরতা তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভায়াগ্রা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে সঠিক মাত্রায় সেবন করা উচিত। হৃদ্রোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভোগা ব্যক্তিদের নিজে থেকে এই ওষুধ গ্রহণ করা বিপজ্জনক। যৌন সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন হলে আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কারণ নির্ণয় করাই শ্রেয়।
সব মিলিয়ে বলা যায়, অতিরিক্ত ভায়াগ্রা খেয়ে সাময়িক যৌন সুখ পাওয়া গেলেও এর মাশুল হতে পারে ভয়াবহ। হার্ট অ্যাটাক থেকে দৃষ্টিশক্তি হারানো, কিডনি বিকল হওয়া কিংবা স্থায়ী যৌন অক্ষমতা, সবকিছুই ঘটতে পারে মাত্রাজ্ঞান না রাখার কারণে। তাই যৌনজীবনকে আনন্দময় করতে হলে স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক স্বস্তির উপরই ভরসা করা উচিত, ওষুধের অপব্যবহারে নয়।
