নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

img

কখনও কখনও বাস্তব ঘটনা গল্প কাহিনিকেও ছাপিয়ে যায়, তেমনই একটি ঘটনা ঘটল জার্মানির স্টুটগার্ডে। নিজে অক্ষম বলে স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে পড়শিকে ভাড়া করলেন যুবক।

img

যুবকের নাম দিমিত্রিয়াস সোপোলোস। দিমিত্রিয়াস এবং তাঁর স্ত্রী একসময়ের বিউটি কুইন ট্রাউটে বেশ কিছুদিন ধরেই সন্তান লাভের চেষ্টা করছিলেন। কিন্তু কিছুতেই সাফল্য আসেনি।

img

ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় সমস্যা রয়েছে দিমিত্রিয়াসের মধ্যেই। অণ্ডকোষের সমস্যার জন্যেই তাঁর পক্ষে সন্তানলাভ অসম্ভব।

img

এই অবস্থায় সন্তান লাভের নেশায় পাগল হয়ে এক মারাত্মক পদক্ষেপ করেন দিমিত্রিয়াস। ফ্র্যাঙ্ক মাউস নামের এক প্রতিবেশী যুবককে ভাড়া করেন তিনি। আড়াই হাজার ডলারের বিনিময়ে অন্তঃসত্ত্বা করার প্রস্তাব দেন তাঁকে।

img

প্রস্তাবে রাজি হয়ে যান ফ্র্যাঙ্ক। এরপর প্রায় ছয় মাস ধরে মোট ৭২ বার সঙ্গম করেন দিমিত্রিয়াসের স্ত্রী ট্রাউটে এবং ফ্র্যাঙ্ক। কখনও কখনও এক সপ্তাহে তিনবার সঙ্গম করতে হয় তাঁদের।

img

কিন্তু এত কিছুর পরেও অন্তঃসত্ত্বা হননি ওই মহিলা। শেষ পর্যন্ত দিমিত্রিয়াস ফ্র্যাঙ্ককে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষায় যা দেখা যায় তাতে চোখ কপালে ওঠে দু’জনেরই। দেখা যায় ফ্র্যাঙ্ক নিজেও বাবা হতে অক্ষম!

img

বিষয়টি জানতেন না ফ্র্যাঙ্ক নিজেও! কারণ তাঁর নিজেরও দুই সন্তান রয়েছে। এরপর ফ্র্যাঙ্ক নিজের স্ত্রীকে জেরা করতেই তাঁর স্ত্রী ভেঙে পড়েন। জানান তাঁদের দুই সন্তান মোটেই ফ্র্যাঙ্কের নয়। তাঁর ভাইয়ের!

img

এরপরই ফ্র্যাঙ্কের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন দিমিত্রিয়াস। অভিযোগনামায় তিনি দাবি করেন, থেকে আড়াই হাজার ডলার নিয়েও ফ্র্যাঙ্ক নিজের কাজ করেননি। তাই সেই টাকা তাঁর ফেরত চাই।

img

টাকা দিতে অস্বীকার করেছেন ফ্র্যাঙ্ক। তাঁর দাবি তিনি টাকা নিয়ে নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন। সফল হননি বটে, কিন্তু বিষয়টিতে তাঁর কোনও হাত নেই। কাজেই টাকা ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না।

img

আদালতে শুরু হওয়া এই মামলা নিয়ে রীতিমতো সরল পড়ে গিয়েছে জার্মানিতে। একদিকে নৈতিকতার প্রশ্ন অন্যদিকে দাম্পত্যের জটিল টানাপড়েন, এমন মামলা শেষ কবে শোনা গিয়েছে মনে করতে পারছেন না আইনজ্ঞদের অনেকেই।