এমন কিছু মনুষ্যেতর প্রাণী রয়েছে দুনিয়ায় কেবল তাদের দেখা মেলে এদেশেই। দুনিয়ার আর কোথাও তেমনভাবে দেখা যায় না তাদের। তালিকায় রয়েছে পশু, রয়েছে পাখিও। এই প্রতিবেদনে কথা বলা যাক, এমন কিছু পাখিদের নিয়ে। যাদের দেখা কেবল মেলে ভারতেই। শুরুতেই বলে নেওয়া দরকার, তাদের পরিচিতি কেবল ভারতে থাকে বলেই নয়, বরং তাদের জীবনযাত্রাও আকর্ষক।
2
5
গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড- নামেও রয়েছে ভারতের নাম। এই পাখির দেখা মেলে শুধু এদেশেই। বলে রাখা ভাল, এই পাখি উড়তে পারে এমন পাখিদের তালিকায় একেবারে প্রথম দিকে এক বিশেষ বিভাগে। কোন বিভাগে জানেন? এই পাখির ওজন, যা অন্যান্য পাখিদের তুলনায় অনেকটাই বেশি।
3
5
মালাবার প্যারাকিট- মালাবার প্যারাকিট নীল ডানা প্যারাকিট নামেও পরিচিত। দক্ষিণ ভারতের পশ্চিম ঘাটে স্থানীয় প্যারাকিটের একটি প্রজাতি এই পাখি। উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে। এই পাখি নজর কাড়ে লম্বা নীল লেজের জন্য।
4
5
নীলগিরি উড পিজিয়ন- পিজিয়ন অর্থাৎ পায়রা প্রজাতির মধ্যে এই বিশেষ পাখি সবচেয়ে বড় আকারের হয়। এদেরও দেখা মেলে সাধারণত পশ্চিম ঘাটে।
5
5
নীলগিরি ফ্লাইক্যাচার- শুধু এই দেশেই দেখা মেলে ঠিক, তবে তার আগেই এই পাখি নজর কাড়ে তার অভূতপূর্ব সৌন্দর্যের জন্য। পশ্চিম ঘাটেই দেখা মেলে তাদের।