জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহরা উদয় বা অস্ত যায়, যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। যেমন আজ মঙ্গল অস্ত যাওয়ায় পাঁচ রাশির জীবনে নেতিবাচক বদল আসতে চলেছে।
2
10
গ্রহ অস্ত যাওয়ার ধারণাটি জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর অর্থ হল, যখন একটি গ্রহ সূর্যের খুব কাছাকাছি চলে আসে, তখন সূর্যের তেজ এতটাই বেশি থাকে যে, সেই গ্রহটিকে আর দেখা যায় না। একেই গ্রহের অস্তগমন বলা হয়। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কোনও গ্রহ অস্ত গেলে তাঁর শুভ শক্তি নষ্ট হয়।
3
10
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি অশুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথে বাধা আসে।
4
10
মঙ্গল গ্রহ দীর্ঘ ১৭৫ দিনের জন্য অস্ত (পশ্চাদগামী) অবস্থায় থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়টি বহু রাশির জাতকের জীবনে অস্থিরতা, মানসিক চাপ ও সিদ্ধান্তজনিত ভুলের কারণ হতে পারে।
5
10
জ্যোতিষশাস্ত্র বলছে, মঙ্গল আজ ৭ নভেম্বর বৃশ্চিক রাশিতে অস্ত যাবে। গ্রহের সেনাপতি অস্ত যাওয়ায় বেশ কিছু রাশির দুর্ভাগ্য বয়ে আনতে পারে৷ কারা সতর্ক না হলেই বিপদে পড়বেন? জেনে নিন-
6
10
মেষঃ এই রাশির অধিপতি গ্রহ নিজেই মঙ্গল। তাই এই সময়ে মেষ রাশির জাতকেরা মানসিকভাবে ক্লান্ত, রাগী ও সিদ্ধান্তে অস্থির হতে পারেন। কাজের জায়গায় হঠাৎ বিতর্ক বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
7
10
কর্কটঃ কর্কট রাশির জাতকেরা পারিবারিক বিষয়ে চাপ অনুভব করতে পারেন, বিশেষত দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আত্মনিয়ন্ত্রণ হারালে সম্পর্ক ভাঙনের আশঙ্কাও থাকবে।
8
10
তুলাঃ এই রাশির ক্ষেত্রে আর্থিক ও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। নতুন কোনও বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়া এই সময় এড়িয়ে চলাই ভাল।
9
10
সিংহঃ সিংহ রাশির জাতকেরা পেশাগত ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন। আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে ধীরে ধীরে উন্নতি সম্ভব।
10
10
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির জন্য এই সময় মানসিক চাপ বাড়তে পারে, কারণ মঙ্গল এই রাশির সহ-অধিপতি। বিশেষত কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলা জরুরি।