আজ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মহাজাগতিক এক বিরল ও শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। যার নাম কেন্দ্র-ত্রিকোণ রাজযোগ। শাস্ত্রমতে, এই যোগ গঠিত হলে নির্দিষ্ট রাশির মানুষের জীবনে অর্থভাগ্য বৃদ্ধি, কর্মজীবনে উন্নতি এবং নতুন সাফল্যের দরজা খুলে যেতে পারে।
2
10
গ্রহগত অবস্থান বলছে, আজ শনি, চন্দ্র ও বৃহস্পতি এমনভাবে অবস্থান করছে যে তাদের কেন্দ্র-ত্রিকোণ সংযোগ শুভ শক্তির প্রবাহ বাড়িয়ে দেবে।
3
10
আজকের এই বিশেষ সংযোগের সঙ্গে জ্যেষ্ঠা নক্ষত্রে সুকর্মা যোগও তৈরি হচ্ছে। ফলে দিনটি শুভ কাজ, নতুন পরিকল্পনা, আর্থিক সিদ্ধান্ত কিংবা পেশাগত উন্নতির জন্য অত্যন্ত উপযোগী বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।
4
10
আজকের এই কেন্দ্র-ত্রিকোণ রাজযোগ অল্প সময়ের জন্য হলেও যে রাশিগুলোর ওপর প্রভাব ফেলবে, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।বিশেষজ্ঞদের দাবি, এই দুই যোগের মিলিত প্রভাবে আজ পাঁচটি রাশির জাতক-জাতিকার সৌভাগ্যের দরজা খুলবে।
5
10
তাহলে আজ ভাগ্যের চাকা ঘুরবে কাদের? আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নিন-
6
10
মেষঃ মেষ রাশির জন্য আজকের দিনটি বিশেষ শুভ। কর্মক্ষেত্রে অগ্রগতি, নতুন যোগাযোগ, এবং আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ব্যবসায় নতুন সাফল্যের ইঙ্গিত মিলবে।
7
10
কর্কটঃ কর্কট রাশির জাতকদের দীর্ঘদিনের জটিলতা দূর হতে শুরু করবে। পারিবারিক সমস্যার সমাধান, জমি-বাড়ি সংক্রান্ত লাভ এবং আর্থিক স্থিতিশীলতা আসতে পারে। মানসিক শান্তিও বৃদ্ধি পাবে।
8
10
সিংহঃ সিংহ রাশির জন্য দিনটি অত্যন্ত শক্তিশালী। সম্মান-প্রতিপত্তি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ কাজের অনুমোদন এবং সামাজিক অবস্থানের উন্নতি সম্ভব। কর্মক্ষেত্রে নেতৃত্বের ক্ষমতা বাড়বে।
9
10
তুলাঃ তুলা রাশির জাতকের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে। চাকরিতে পদোন্নতি, ব্যবসায় নতুন চুক্তি বা বড় কোনও সুযোগ আসতে পারে। বকেয়া অর্থ হাতে আসার সম্ভাবনাও প্রবল।
10
10
ধনুঃ ধনু রাশির জাতকদের আজ অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ আসতে পারে। বিদেশযোগ, ভ্রমণ, বা শিক্ষাক্ষেত্রে সাফল্য মিলতে পারে। নতুন বিনিয়োগের ক্ষেত্রেও শুভ সময়।