মালাক্কা প্রণালীর মধ্যবর্তী অঞ্চলের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে। শনিবার এই তথ্য জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
2
6
পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। এরপরও একই দিক ধরে অগ্রসর হয়ে পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে।
3
6
তবে এর প্রভাব বাংলায় পড়ার কথা নয়। রাজ্যের স্থলভাগে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না আগামী কয়েকদিনে।
4
6
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গায় শনিবার ভোরে হালকা কুয়াশা দেখা যায়। তবে সামগ্রিকভাবে রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় ছিল। আজ সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন দেখা যায়নি।
5
6
উত্তরবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। দক্ষিণবঙ্গের এক-দু’টি স্থানে ছিল স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। বাকি জায়গায় তাপমাত্রা ছিল স্বাভাবিক।
6
6
হিমালয়ের পাদদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে, ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।