আজকাল ওয়েবডেস্ক: ফিফার সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছেন রায়ান উইলিয়ামস। এবার থেকে ভারতীয় ফুটবল দলে নির্বাচনের জন্য বিবেচিত হতে পারবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
রায়ান উইলিয়ামসের পরে কি নতুন কোনও বিদেশি ভারতের নীল জার্সি চাপিয়ে খেলতে নামবেন? রায়ান উইলিয়ামস নিজেই সেই বিদেশি ফুটবলারকে ভারতের হয়ে খেলার জন্য অনুরোধ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ফুটবলার সাড়াও দিয়েছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ইয়ান ধান্দা। মিডফিল্ডের খেলোয়াড় তিনি। বার্মিংহ্যামে জন্ম তাঁর। ইয়ান ধান্দার মা ইংরেজ। আর বাবা পাঞ্জাবী।
২৬ বছরের ইয়ান ধান্দার অন্তর্ভুক্তি ভারতের মাঝমাঠকে শক্তিশালী করবে। ওয়েস্ট ব্রম ও লিভারপুলের ইউথ লেভেলে খেলা শুরু করেন ইয়ান। স্কটিশ প্রিমিয়ার লিগে ইয়ান ধান্দা ডান্ডি এফসি-র হয়ে খেলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ইয়ান ধান্দাকে উল্লেখ করে রায়ান উইলিয়ামস লেখেন, ''ইওর টার্ন মেট।'' ইয়ান ধান্দা তাঁকে উত্তর দেন, ''ইয়েস ব্রো।''
পারথে জন্ম হলেও রায়ান উইলিয়ামসের ভারতীয় নাগরিক হওয়ার যোগ্যতা এসেছে মাতৃসূত্রে। তাঁর মা জন্মেছিলেন মুম্বইয়ে।
অন্যদিকে তার বাবা ব্রিটেনের কেন্টের বাসিন্দা। উইলিয়ামস এর আগে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন।
২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার সিনিয়র দলের হয়ে দ্বিতীয়ার্ধে বদলি নেমেছিলেন। ক্লাব পর্যায়ে ইংল্যান্ডের ফুলহ্যাম ও পোর্টসমাউথে খেলার পর ২০২৩ সালে তিনি ভারত এসে যোগ দেন বেঙ্গালুরু এফসি-তে। ইংল্যান্ডের ক্লাবে খেলার সূত্রে তিনি আগে থেকে চেনেন ইয়ান ধান্দাকে।
এদিকে ভারতীয় ফুটবল অন্ধকার থেকে আরও অন্ধকারে। ক্রমতালিকায় আরও ছ'ধাপ নেমে গিয়েছে ভারত। এখন ১৪২ নম্বরে ব্লু টাইগার্সরা।
এর মধ্যেই বাংলাদেশের কাছে হার মানতে হয়েছে ভারতকে। ক্রমশ পিছনের দিকে হাঁটছে ভারতীয় ফুটবল। রায়ান উইলিয়ামস, ইয়ান ধান্দারা কি ভারতীয় ফুটবলকে আলোর পথে নিয়ে যেতে পারবেন?
