আপনার সঙ্গী বিছানায় কেমন, কতটা যৌন তৃপ্তি দিতে সক্ষম তিনি আপনাকে সবটাই বলে দিতে পারে তাঁর রাশি! বিছানায় তিনি আগ্রাসী নাকি শান্ত, ধীর? তাঁকে না জিজ্ঞেস করেই জেনে নিন তাঁর রাশি থেকেই। কোন ৬ রাশির জাতকদের সেক্স লাইফ দারুণ হয়, দেখুন আপনিও এই তালিকায় আছেন কিনা।
2
7
এক নম্বরে থাকবে বৃশ্চিক রাশিতে। এঁদের যৌন উত্তেজনা এবং চাহিদা দুই বেশি হয়। এঁরা অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ার কারণে, অন্তরঙ্গ মুহূর্তেও সেই উদ্দীপনা দেখা যায়। অত্যন্ত আগ্রাসী হন এঁরা বিছানায়।
3
7
বৃষ রাশির জাতকেরাও ভীষণ কামুক হয়। তাই এঁরা এই তালিকার দ্বিতীয় স্থানে থাকবেন। সমস্ত ধরনের সুখ পেতে পছন্দ করেন এঁরা। এঁদের যৌন ক্ষমতা প্রবল হয়। শুধু তাই নয়, সেটা দীর্ঘস্থায়ীও হয়।
4
7
তৃতীয় স্থানে রয়েছে মেষ। এঁরা মঙ্গল দ্বারা পরিচালিত হন, তাই এঁদের যৌন চাহিদা অত্যন্ত বেশি। এই রাশির জাতকেরা ভীষণ রকম আগ্রাসী হন যৌন সম্পর্কের ক্ষেত্রে।
5
7
চার নম্বরে থাকবে ধনু। এঁরা যৌনতা নিয়ে বিশেষ রাখঢাক পছন্দ করেন না। দিনেদুপুরে যৌনতার স্বপ্ন দেখেন এঁরা।
6
7
পাঁচে রয়েছেন সিংহ রাশির জাতকেরা। তবে এঁদের যৌন আকাঙ্খা, আগ্রাসী মনোভাব কতটা দেখাবেন বিছানায় সেটা সম্পূর্ণ নির্ভর করে তাঁদের সঙ্গীর উপর।
7
7
মীন রাশির জাতকেরাও দিনে দুপুরে স্বপ্ন দেখেন যৌনতার। এঁরা ভালবাসা, যৌন সম্পর্ক পছন্দ করেন। কিন্তু যখন তাঁরা সঙ্গীর সঙ্গে মানসিক ভাবে সুদৃঢ় বন্ধন। সম্পর্ক ভাগ করেন, তখনই তাঁরা কাছে আসার কথা ভাবেন। আত্মিক যোগাযোগ বা টান না থাকলে, যৌন সম্পর্কে সেই প্যাশন থাকে না এই রাশির জাতকদের।