মাত্র ৩৭-এ মৃত্যুর কোলে ঢলে পড়লেন হরমন! মাদক-বিতর্ক ঘিরেছিল জনপ্রিয় গায়ককে
নিজস্ব সংবাদদাতা
২২ নভেম্বর ২০২৫ ১৫ : ৫৫
শেয়ার করুন
1
6
প্রয়াত পাঞ্জাবি গায়ক হরমন সিধু। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৭। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মনবিন্দর সিধু ওরফে হরমন মানসা থেকে নিজের গ্রামের বাড়ি খিয়ালা ফিরছিলেন, সেই সময় তাঁর গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
2
6
পুলিশ জানিয়েছে, ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গায়কের। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। পরে তাঁর দেহ মানসা সিভিল হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
3
6
‘পেপর তে প্যার’ গানটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন হরমন সিধু। মিস পূজার সঙ্গে তাঁর একাধিক অ্যালবামও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছিল। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গানগুলির মধ্যে রয়েছে—‘কোই চক্কর নাই’, ‘বেবি বাপু’, ‘বাব্বর শের’, ‘মুলতান ভিএস রাশিয়া’ প্রভৃতি। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক কন্যাকে রেখে গেলেন।
4
6
২০১৮ সালে হরমন সিধু এবং তাঁর কয়েকজন বন্ধুকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয়। স্থানীয় আদালত তাঁদের একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছিল।
5
6
সেই সময় পুলিশের মুখপাত্র সুরজিত সিং জানান, জিজ্ঞাসাবাদে সিধু স্বীকার করেছিলেন যে তিনি গত ছ’সাত মাস ধরে মাদকাসক্ত ছিলেন এবং দিল্লির এক নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে কম দামে মাদক সংগ্রহ করতেন, যা পাঞ্জাব–হরিয়ানায় অনেক বেশি দামে বিক্রি হয়।
6
6
এই মর্মান্তিক দুর্ঘটনায় সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।