নাসার পক্ষ থেকে বলা হয়েছে এবার এল নিনোর জেরে রেকর্ড গরম তৈরি হবে। ফেব্রুয়ারি মাসে এই তাপমাত্রা প্রায় ২.৬৮ ডিগ্রি বেশি রয়েছে।
2
8
২০২৩ সালের হিসাব অনুসারে দেখা গিয়েছে সেবারে যে পরিমান গরম তৈরি করা হয়েছিল তা এবার নতুন রেকর্ড তৈরি করবে। লা নিনা পর্যাপ্ত শীতলতা দিতে পারেনি বলে এই পরিবেশ তৈরি হয়েছে।
3
8
বিশ্বের পরিবেশের দিকে নজর দিলে দেখা যাবে যেভাবে প্রশান্ত মহাসাগর এবং তার আশেপাশের পরিবেশে বদল এসেছে সেখান থেকে এই তাপমাত্রার উত্থান একপ্রকার নিশ্চিত ছিল।
4
8
১৮৯৫ সালে পৃথিবীতে ফেব্রুয়ারি মাসে যে গরম তৈরি হয়েছিল তাকে এবার ছাপিয়ে গিয়েছে। ফলে এবার যে নতুন রেকর্ড তৈরি হবে তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে নাসা।
5
8
ডিসেম্বরের শুরু থেকেই দুর্বল লা নিনা তার প্রভাব দেখাতে শুরু করে। ফলে নতুন করে শীতের আমেজ পায়নি কেউ। সেদিক থেকে দেখতে হলে দ্রুত গরম ফিরেছে বিশ্বের প্রতিটি প্রান্তে।
6
8
যদি লা নিনা সঠিক পথে থাকত তাহলে সেখান থেকে মার্চ মাসের এই গরম আসত না। ফেব্রুয়ারি মাসেও গরমের তীব্রতা থাকত না। তবে সেখান থেকে এখন উল্টো পরিবেশ তৈরি হয়েছে।
7
8
চলতি বছরে গরম নতুন রেকর্ড তৈরি করবে তা একপ্রকার নিশ্চিত। সেদিক থেকে দেখতে হলে এখন থেকেই সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই উল্টো পরিবেশ গোটা বিশ্ববাসীকে নানা ধরণের সমস্যার সামনে ফেলে দেবে।
8
8
যেভাবে ফেব্রুয়ারি মাসেই তাপমাত্রা বেড়েছে সেখানে মার্চ মাস থেকে শুরু করে এপ্রিল, মে, জুন এমনকি জুলাই পর্যন্ত গরমের তীব্রতা অনুভব হবে। এটা বাড়তি চিন্তায় ফেলেছে পরিবেশবিদদের।