আজকাল ওয়েবডেস্ক: শুক্র দুপুরে সঙ্গীত জগতে শোকের ছায়া। যাঁর সুরের মূর্ছনায় বহু মানুষ আবিষ্ট হয়ে থেকেছেন বছরের পর বছর, আচমকা এল তাঁরই প্রয়াণ সংবাদ। প্রয়াত জনপ্রিয় গায়ক-অভিনেতা-প্রযোজক জুবিন গর্গ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। বেশকিছু সূত্রের তথ্য, স্কুবা ড্রাইভিংয়ের কারণে মৃত্যু, বেশকিছু সূত্রের তথ্য, কারণ প্যারাগ্লাইডিং।
অসমের সঙ্গীত জগতের প্রাণ, বাংলা গানের জগতে জুড়ে ছিলেন ওতপ্রোতভাবে। তাঁর মৃত্যুতে বড় ক্ষতি বাংলা গানের জগতেরও। কী ঘটে গেল? কীভাবে? কিছুতেই বুঝতে পারছেন না রাহুল।
রাহুল অরুণোদয়। সে বেশ কয়েকবছর আগের ঘটনা। জুবিনের সুরেই রাহুলকে চিনেছিল বাংলা। গায়ক-অভিনেতার মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসার পরেই, আজকাল ডট ইন-এর তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল রাহুলের সঙ্গে। সংবাদ শুনেই স্তম্ভিত তিনি।
আরও পড়ুন: মাথায় গুরুতর চোট, প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ!
রাহুল বলছেন- 'পিয়া রে গান আমার কেরিয়ারের মাইলস্টোন, ওই গানের জন্যই আমি বিখ্যাত হয়েছিলাম। ওই বছরে আমরা একসঙ্গে একাধিক অনুষ্ঠান করেছি। অসমে গিয়ে ফোন করেছি, সাহায্য পেয়েছি। কয়েকদিন আগে শিলচরে গিয়েছিলাম। সেখানকার সিনেমা জগতে ওঁ ভগবান। অপূরণীয় ক্ষতি হয়ে গেল।'
জুবিনের মৃত্যু দুর্ঘটনায়। একথা শুনেই রাহুলের কথায় উঠে এল জুবিনের ব্যক্তি জীবনের পুরনো দগদগে ঘা-এর স্মৃতি। অভিনেতা জানালেন, 'অনেকেই জানেন না, জুবিনের বোনও দুর্ঘটনায় মারা যান। ভাই-বোন একসঙ্গে শুটিংয়ে যাচ্ছিলেন। আগের গাড়িতে বোন, পরের গাড়িতে জুবিন। তখনই দুর্ঘটনা। তারপর ওঁর জীবনে সাইকোলজিক্যাল ট্রমা চলে দীর্ঘসময়।'
দীর্ঘদিন একসঙ্গে কাজ, সুর, পরিচিতির বাইরে, কেমন ছিলেন ব্যক্তি জুবিন? রাহুল কতটা চিনেছিলেন তাঁকে?
'স্টাইলিস্ট, হৃদয়বান। এই দুটো শব্দই সবার আগে মাথায় আসছে। সেই সময় ওঁ যা কিছু জ্যাকেট, গয়না পরত, আমি সেসব দেখিনি। আর কী সব আশ্চর্য গান গেয়েছেন একের পর এক, এ এক অপূরণীয় ক্ষতি।'
