২০১২-য় প্রথম আত্মপ্রকাশ। তখনও কেউ ঘুণাক্ষরেও ভাবেনি, একে দেখার জন্য দর্শকসংখ্যা ৩০ মিলিয়ন ছোঁবে! বুধবার সন্ধেয় অত্যন্ত গর্বের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে এই খবর ভাগ করে নিলেন জি বাংলা সিনেমার মার্কেটিং হেড জালালুদ্দিন মণ্ডল। তাঁর কথায়, ‘‘একমাত্র জি বাংলার লাইব্রেরিতে নতুন থেকে পুরনো মিলিয়ে ৯০০-রও বেশি ছবি রয়েছে।’’ সেখানে উত্তমকুমার থেকে দেব— সবাই আছেন। ২০১৫-য় নতুন সংযোজন জি বাংলা অরিজিনালস। যেখানে রাজ চক্রবর্তী থেকে অরিন্দম শীল, বাংলার সমস্ত প্রোথিতযশা পরিচালক নিজস্ব ছবি বানিয়েছেন। এবার সেই প্ল্যাটফর্মের নতুন রূপ অরিজিনালস ২.০। যেখানে আগামীতে আরও নানা বাংলা ছবি দেখানো হবে। 

সেখানেই নতুন লোগো, নতুন ব্র্যান্ড সঙের সঙ্গে বাড়তি আকর্ষণ টাটকা দুটো অনুষ্ঠান। একটি ‘তং মত করো’। সেখানে বাংলা ছবির সেরা হাসির দৃশ্য দেখানো হবে দর্শকদের ব্যস্ত জীবনে খুশির হাওয়া ছড়িয়ে দিতে। দ্বিতীয়টি, বাংলা ছায়াছবির চিরদিনের বাংলা গানের অনুষ্ঠান, ‘সং কানেকশন’। এখান সঞ্চালক গৌরব চক্রবর্তী ছবি তৈরি নেপথ্য গল্প তুলে ধরবেন শ্রোতাদের কাছে।

ব্র্যান্ড সঙের সুরকার পণ্ডিত বিক্রম ঘোষ। এই গানে কণ্ঠ দিয়েছেন শান। তিনি জানান, তাঁর মা জি বাংলা চ্যানেলের একনিষ্ঠ দর্শক ছিলেন। তাঁর প্রিয় চ্যানেলের ব্র্যান্ড সং গাইতে পেরে গায়ক তাই খুব খুশি। একই ভাবে খুশি বিক্রমও। আশা, এই গান আগামীতে প্রত্যেক বাঙালির অন্দরমহলে শোনা যাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কীর্তনিয়া অদিতি মুন্সী।