সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে 'কপ-ইউনিভার্স' সংযোজন করে হিন্দি ছবিতে এক নতুন ধারা তৈরি করে ফেলেছেন রোহিত শেঠি। রোহিতের 'কপ-ইউনিভার্স'-এর দ্বিতীয় সদস্য ছিলেন রণবীর সিং। 'সিম্বা' ছবিতে নামভূমিকায় রণবীরের অভিনয়ে মজেছিল দর্শক। 'ইউনিভার্স' ছবির ফর্মুলা মেনে 'সিম্বা'রূপী রণবীর একাধিকবার হাজির হয়েছেন রোহিতের 'কপ-ইউনিভার্স'-এর একাধিক ছবিতে। এই 'পুলিশি-দুনিয়া' ছাড়াও রোহিতের পরিচালনায় কমেডি ছবি 'সার্কাস'-এও মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল দীপিকার স্বামীকে। এবার জল্পনা শুরু হয়েছে, রণবীর কি তাহলে তাঁর 'সিম্বা' অবতারে এবার রোহিতের 'গোলমাল-ইউনিভার্স'-এরও অংশ হতে পারবেন?
সম্প্রতি এক অনুষ্ঠানে এ প্রসঙ্গ উঠতেই হেসে ফেলেন রোহিত শেঠি। বিষয়টি যে তাঁর মনে বেশ ধরেছে তা স্পষ্ট। হাসিমুখেই রোহিত জানান, 'গোলমাল' ছবির দুনিয়া সম্পূর্ণ আলাদা। এবার সেখানে 'সিম্বা'কে হাজির করাটা আনন্দের হলেও বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। অনুরাগীদের উদ্দেশ্যে পরিচালক বলেন, "ব্যাপারটা একটু নয়, বরং অনেকটাই বাড়াবাড়ি। এরকম ক্রসওভার হলে 'গোলমাল' এবং 'কপ-ইউনিভার্স'-এ প্রলয় শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, 'সিম্বা'কে নিয়ে আলাদা ছবি তৈরি হবে। হবেই। দর্শকেরা এত ভালবাসা দিয়েছেন চরিত্রটিকে যে ওকে না ফিরিয়ে আনলে হবে না।"
এরপর রোহিত আরো জানান যে এই মুহূর্তে তিনি একটু হালকা চালের কমেডি ছবি করতে চান। তাঁর যুক্তি, গত কয়েক বছর ধরে পরপর শুধু 'কপ- ইউনিভার্স' এর ছবি নিয়ে ব্যস্ত আছি। এই সিরিজের পরের ছবিটার আগে তাই কমেডি সিরিজ'গোলমাল'-এর পাঁচ নম্বর ছবিটা আগে তৈরি করব। সেটা শেষ হলে ফের 'সিংহম'-এর দুনিয়ায় ঢুকে যাব।"
