বিক্রান্ত মাসে অভিনীত থ্রিলার ‘হোয়াইট’ আন্তর্জাতিক স্তরে বড় পরিচিতি পাওয়ার দিকে এগোচ্ছে। ছবির নির্মাতারা এবার একটি বিশেষ আন্তর্জাতিক সহযোগিতার কথা ভাবছেন। জানা যাচ্ছে, ছবির জন্য একটি থিম সং গাওয়ার প্রস্তাব নিয়ে বিশ্বখ্যাত গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই গানটি ছবির আবেগ ও মূল ভাবনাকে তুলে ধরবে। এবং শুধুমাত্র সিনেমার পর্দাতেই নয়, তার বাইরেও দর্শকের কাছে পৌঁছবে।

সিদ্ধার্থ আনন্দ ও মহাবীর জৈনের প্রযোজনায় তৈরি ‘হোয়াইট’ ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে। জেনিফারের যোগদাম ছবিটিকে নতুন এক আন্তর্জাতিক মাত্রা দিতে পারে। এখনও পর্যন্ত যদিও কোনও চুক্তি চূড়ান্ত হয়নি। তবে আলোচনা চলছে।

ছবির সঙ্গে যুক্ত সূত্র জানিয়েছে, নির্মাতারা একটি আন্তর্জাতিক মিউজিক লেবেলের সঙ্গে কথা বলছেন। সেই লেবেলই জেনিফার লোপেজের কাছে একটি বিশেষ গানের প্রস্তাব দিয়েছে, যা ছবির থিম সং হিসাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও নির্মাতাদের লক্ষ্য স্পষ্ট।

প্রযোজনা সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জেনিফার লোপেজ ও আন্তর্জাতিক মিউজিক লেবেল মিলে ‘হোয়াইট’-এর জন্য একটি থিম সং তৈরির কথা ভাবছেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ ভাষায় হতে পারে এবং এর মাধ্যমে বিশ্বশান্তি, ভালবাসা ও একতার বার্তা তুলে ধরা হবে।

এই যুগলবন্দি বাস্তবায়িত হলে ছবিটির জন্য তা হবে বড় সাফল্য। জেনিফার শুধু জনপ্রিয় গায়িকাই নন, তিনি সারা বিশ্বজুড়ে পরিচিত এক তারকা। ছবিটির সঙ্গে তিনি যুক্ত হলে তার পরিচিতি বিশেষ করে উত্তর ও দক্ষিণ আমেরিকায় অনেকটাই বাড়বে।

‘হোয়াইট’ একটি আন্তর্জাতিক থ্রিলার, যার শুটিং মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় হয়েছে। ছবিটি হিন্দি-সহ মোট ২১টি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির প্রায় ৯০ শতাংশ শুটিং হয়েছে দক্ষিণ আমেরিকায়, যেখানে আন্তর্জাতিক শিল্পী ও কলাকুশলীরা কাজ করেছেন।

এই ছবিতে বিক্রান্ত অভিনয় করছেন আধ্যাত্মিক গুরু গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্করের চরিত্রে। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ‘নারকোস’ খ্যাত হুয়ান কার্লোস গিল। ছবিটি পরিচালনা করেছেন মন্তু বাসি। প্রযোজনায় যুক্ত রয়েছে কনশাস স্টুডিওস, পিসক্রাফ্ট পিকচার্স, ব্রডভিশন এবং দক্ষিণ আমেরিকাভিত্তিক সংস্থা জাগুয়ার বাইট।

জেনিফার লোপেজ আদৌ এই ছবিতে গান গাইবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে এই সম্ভাবনাকেই ঘিরে আপাতত জোর চর্চা চলছে। ছবিটি নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে।