খেলব হোলি... রংও মাখব... সেলফি তুলব না!
জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং শর্তে হতাশ অনুরাগীরা। বরাবর নিজের পাড়ায় তিনি ‘পাড়ার ছেলে’। কোনও দিন পড়শিদের কাছে কখনও দেমাক দেখাননি। নিজের প্রচারও করেননি। বরং, বাকিদের মতোই পাড়ার মন্দিরে পুজো দেন। নিজের স্কুটি চালিয়ে বাজার করে ফেরেন। প্রতিবেশিদের খোঁজও নেন। তিনি সবার রঙে রং মেশাবেন, সেটাই স্বাভাবিক। সেটাই করলেন জাতীয় স্তরের গায়ক।
দোলের দিন অরিজিৎ পাড়ায় বেরিয়েছিলেন। নিজের স্কুটিতে। সবাই তখন রং খেলায় ব্যস্ত। গায়ক আসতেই একদল তরুণী ঘিরে ধরেন তাঁকে। প্রথমে সাধ মিটিয়ে তাঁরা রং মাখান তাঁদের প্রিয় গায়ককে। তারপরেই সেলফি তোলার বায়না। তখনই গায়ক তাঁর শর্ত রাখেন। মৃদু গলায় বলেন, ‘সেলফি না...’। তরুণীরা বিমর্ষ। তাঁদের এড়াতেই স্কুটি চালিয়ে এগোতে থাকেন শিল্পী। কিন্তু পাড়ার ছোটরা কি নিষেধ শোনে?
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং শর্তে হতাশ অনুরাগীরা। বরাবর নিজের পাড়ায় তিনি ‘পাড়ার ছেলে’। কোনও দিন পড়শিদের কাছে কখনও দেমাক দেখাননি। নিজের প্রচারও করেননি। বরং, বাকিদের মতোই পাড়ার মন্দিরে পুজো দেন। নিজের স্কুটি চালিয়ে বাজার করে ফেরেন। প্রতিবেশিদের খোঁজও নেন। তিনি সবার রঙে রং মেশাবেন, সেটাই স্বাভাবিক। সেটাই করলেন জাতীয় স্তরের গায়ক।
দোলের দিন অরিজিৎ পাড়ায় বেরিয়েছিলেন। নিজের স্কুটিতে। সবাই তখন রং খেলায় ব্যস্ত। গায়ক আসতেই একদল তরুণী ঘিরে ধরেন তাঁকে। প্রথমে সাধ মিটিয়ে তাঁরা রং মাখান তাঁদের প্রিয় গায়ককে। তারপরেই সেলফি তোলার বায়না। তখনই গায়ক তাঁর শর্ত রাখেন। মৃদু গলায় বলেন, ‘সেলফি না...’। তরুণীরা বিমর্ষ। তাঁদের এড়াতেই স্কুটি চালিয়ে এগোতে থাকেন শিল্পী। কিন্তু পাড়ার ছোটরা কি নিষেধ শোনে?
View this post on Instagram
