সংবাদ সংস্থা, মুম্বই: মাথায় বিজয়ের মুকুট, মুখে চওড়া হাসি। মঞ্চে দু’হাত জোড় করে নমস্কার করছেন। ‘মিসওয়ার্ল্ড’-এর খেতাব জিতেছেন প্রিয়াঙ্কার চোপড়া। ইন্টারনেট সার্চ করলেই অভিনেত্রীর এই লুকের ছবির দেখা মেলে। ‘মিসওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মঞ্চে ‘নমস্কার’ করার পোজে ক্যামেরাবন্দি হয়েছিলেন প্রিয়াঙ্কা।
২০০০ সালে বিশ্বের সব সুন্দরীকে পিছনে ফেলে ভারতের প্রতিনিধি হিসাবে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সৌন্দর্য আর বুদ্ধিমত্তার জোরে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। তারপর কেটে গেছে ২৪ বছর। নিজের যোগ্যতায় বলিউড ছাপিয়ে জায়গা করে নিয়েছেন হলিউডেও। এতদিন পর প্রিয়াঙ্কা জানালেন, নমস্কারের ভঙ্গিতে দু’হাত জোড় করার পিছনে ছিল এক গোপন রহস্য!
পৃথিবীর পাশাপাশি মানুষের জীবনটাও গোল, সম্প্রতি যেন তেমনটাই প্রমাণ পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কারণ, আঠারো বছর বয়সে যে জায়গায় তাঁর স্বপ্ন পূরণ হয়েছিল, সেই জায়গায় ফিরে যেতে পেরেছেন তিনি। বিখ্যাত সব অনুষ্ঠান হয় লন্ডনের এরিনা ২-তে। ২০০০ সালে সেখানেই মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা। কয়েক দিন আগে সেই জায়গায় গিয়েছিলেন অভিনেত্রী, তাঁর কারণ ছিল অবশ্য ভিন্ন। স্বামী নিক জোনস এবং তাঁর ভাইয়ের অনুষ্ঠানে মেয়েকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই মঞ্চেই তাঁর মিসওয়ার্ল্ড খেতাব জেতার সময়ের এক গল্প শোনান ‘দেশি গার্ল’।
প্রিয়াঙ্কার কথায়, "২৪ বছর আগে এই এরিনাতে আমি মিস ওয়ার্ল্ড হিসেবে পরিচিতি পাই। তখন এটিকে মিলেনিয়াম ডোম বলা হতো। আমার মনে আছে, তখন আমার ১৮ বছর বয়স। উত্তেজিত, আগ্রহী, ভীষণ নার্ভাস এবং প্রতিযোগী মনোভাবের আমি কত কী যে করছিলাম।" এখানেই শেষ নয়। মেয়েকে কোলে নিয়ে, বরকে চুমু খাওয়ার পর অভিনেত্রী বলেন, “২০০০ সালের ৩০ নভেম্বরের একটি স্মৃতি আমি কখনও ভুলব না। পেন্সিল হিলের সঙ্গে পরা আমার চমৎকার হেমন্ত ত্রিবেদী পোশাক নেমে যাচ্ছিল! নার্ভাস হয়ে পুরো সন্ধ্যায় ঘামছিলাম। আমার বডি টেপ উঠে যাচ্ছিল।”
আসলে নমস্কার নয়, পোশাক ঠিক রাখতে দু’হাত জোড় করে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই ঘটনাই এতদিন বাদে বর্ণনা করেন অভিনেত্রী। বলেন, ‘গুগলে আগের ছবি দেখলে মনে হবে— বিজয়ী হওয়ার পর কৃতজ্ঞতার সঙ্গে আমি নমস্কার করছি। কিন্তু আমি আসলে আমার পোশাক ঠিক রাখার জন্য চেষ্টা করছিলাম। কোনও মতে আমি বেঁচে গিয়েছিলাম এবং শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল।’
মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে ঘর বেঁধেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দম্পতির জীবনে এসেছে এক কন্যা সন্তান। বিয়ের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী। লন্ডনে নিক জোনাসের একটি কনসার্টে গিয়েই নিজের জীবনের স্মৃতি রোমন্থন করেন প্রিয়াঙ্কা।
