সংবাদসংস্থা মুম্বই: বলিউডের ছবিতে যত না 'ট্র্যাজেডি' রয়েছে, তার থেকেও অনেক বেশি 'ট্র্যাজেডি' অভিনেত্রী রেখার জীবনে। কেরিয়ারের শুরুতে এসেছিল নানা বাধা। কিন্তু সেইসব বাধা পেরিয়ে জয় হয়েছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে রেখার।
বয়স যে শুধু সংখ্যা মাত্র, তা যেন বারবার প্রমাণ করেছেন রেখা। দর্শকের চোখে তিনি 'এভারগ্রীন'। আট থেকে আশি রেখার সৌন্দর্যের মায়ায় চোখ ফেরাতে পারেন না। রেখার বিভিন্ন ছবির মধ্যে ১৯৮১ সালে তাঁর অভিনীত 'উমরাও জান' আজও চর্চিত দর্শক মহলে।
এই ছবির শুটিংয়ের সময় লখনউ একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। অভিনেতা ফারুক শেখ মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে অনেক অজানা তথ্য সামনে এনেছেন। তিনি জানান, ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলাকালীন রেখার অনুরাগীরা বিশাল ভিড় করেছিলেন।
তাঁদের মধ্যে কিছু লোক আগ্নেয়াস্ত্র নিয়েও উপস্থিত হয়, যা পুরো ইউনিটের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। পরিচালক মুজাফফর আলী তারকা এবং কলাকুশলীদের নিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ফারুক শেখ বলেন, "পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল কেউ গুলি চালাতে পারে।"
অভিনেতা আরও জানান, শুটিং লোকেশনটি ছিল একটি ছোট ঘর। যেখানে রেখা, ফারুক এবং ক্যামেরাম্যান ছাড়া আর কারওর দাঁড়ানোর মতো জায়গা ছিল না। এদিকে, ফ্লোরের বাইরে অনুরাগীদের আচরণে ভয়াবহতা সৃষ্টি হয়েছিল। যার ফলে বাইরেও বেরনো যাচ্ছিল না। এই পরিস্থিতির মধ্যেও পেশাদারিত্বের সঙ্গে শুটিং চালিয়ে গিয়েছিলেন তাঁরা।
