নিজস্ব সংবাদদাতা: দিনকয়েক ধরেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি ঘিরে চলছে নানা বিতর্ক। ফেডারেশনের সঙ্গে রাহুলের এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন টলিপাড়ার নামীদামি সব পরিচালকেরা। শুক্রবার ডিরেক্টরস গিল্ড রাহুলের উপর জারি করা তিন মাসের কর্মবিরতি তুলে নিয়েছিল। তবে শনিবার রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং থেকে কার্যত নিজেদের সরিয়ে নিয়েছিলেন টেকনিশায়নরা।
এর পরেই টেকনিশিয়ান স্টুডিয়োর সামনে বিক্ষোভ দেখান টলিউডের সমস্ত পরিচালক। তাঁদের প্রশ্ন, রাহুলের উপস্থিতিতে কলাকুশলীরা কাজ করলেন না। একই ভাবে পরিচালকেরাও যদি কাজ করা বন্ধ করে দেন তা হলে কি শুধু কলাকুশলীরা একটা কাজ তুলে দিতে পারবেন? শনি এবং রবিবার পরিস্থিতি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
রবিবার, আর্টিস্টস ফোরামের ( ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম) এই তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে তাঁদের মতামত। সেখানে লেখা হয়েছে, “সম্প্রতি শুটিং সংক্রান্ত কিছু অনভিপ্রেত সমস্যার সৃষ্টি হয়েছে এবং তার ফলস্বরূপ আমাদের কাজ ব্যাহত হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। আজকের পরিস্থিতিতে আমরা কোনও ভাবেই শুটিং ব্যাহত হোক চাই না।” একই সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যেন দ্রুত বিষটির নিষ্পত্তি ঘটানো হয়ে, সে কথাও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
এই বিবৃতিতে তিনজনের সাক্ষর রয়েছে। সভাপতি, রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি, জিৎ এবং সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়।
ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রয়োজনে আর্টিস্ট ফোরাম এই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি। তাঁর কথায়, “দু’পক্ষ যদি মনে করে, তা হলে আমরা উপস্থিত থাকতে রাজি। সমস্যাটা মিটিয়ে নেওয়া হোক, সেটাই চাই।”
এর পরেই টেকনিশিয়ান স্টুডিয়োর সামনে বিক্ষোভ দেখান টলিউডের সমস্ত পরিচালক। তাঁদের প্রশ্ন, রাহুলের উপস্থিতিতে কলাকুশলীরা কাজ করলেন না। একই ভাবে পরিচালকেরাও যদি কাজ করা বন্ধ করে দেন তা হলে কি শুধু কলাকুশলীরা একটা কাজ তুলে দিতে পারবেন? শনি এবং রবিবার পরিস্থিতি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
রবিবার, আর্টিস্টস ফোরামের ( ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম) এই তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে তাঁদের মতামত। সেখানে লেখা হয়েছে, “সম্প্রতি শুটিং সংক্রান্ত কিছু অনভিপ্রেত সমস্যার সৃষ্টি হয়েছে এবং তার ফলস্বরূপ আমাদের কাজ ব্যাহত হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। আজকের পরিস্থিতিতে আমরা কোনও ভাবেই শুটিং ব্যাহত হোক চাই না।” একই সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যেন দ্রুত বিষটির নিষ্পত্তি ঘটানো হয়ে, সে কথাও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
এই বিবৃতিতে তিনজনের সাক্ষর রয়েছে। সভাপতি, রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি, জিৎ এবং সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়।
ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রয়োজনে আর্টিস্ট ফোরাম এই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি। তাঁর কথায়, “দু’পক্ষ যদি মনে করে, তা হলে আমরা উপস্থিত থাকতে রাজি। সমস্যাটা মিটিয়ে নেওয়া হোক, সেটাই চাই।”
