পরিচালক এবং প্রযোজক বিক্রম ভাটের মা বর্ষা ভাট, শনিবার ৮৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বহু অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষা ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক প্রবীণ ভাটের স্ত্রী। তাঁর শেষকৃত্য শনিবার দুপুর দুটোক পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুম্বইয়ের ভারসোভা শ্মশানে সম্পন্ন হবে। বিক্রম ভাটের টিম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিক্রম মাত্র ১৪ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রাখেন। চখন তিনি পরিচালক মুকুল আনন্দের প্রথম ছবি ‘কানুন কেয়া করেগা’তে সহকারী হিসাবে কাজ করেছিলেন। পরবর্তীতে তিনি ‘গুলাম’ ছবিটি পরিচালনা করেন, যেখানে আমির খান এবং রানি মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন। ছবিটি ব্যাপক সাফল্য অর্জন করে এবং প্রায় ২৪.২ কোটি টাকার ব্যবসা করেছিল।
২০০৮ সালে বিক্রম ভাট আবার হরর ঘরানায় ফিরে আসেন এবং একের পর এক তিনটি সফল ছবি উপহার দেন। ‘১৯২০’, ‘শাপিত’ এবং ‘হন্টেড – ৩ডি’। ২০১০ সালে তিনি প্রথমবার ভারতে স্টেরিওস্কোপিক থ্রিডি প্রযুক্তি প্রবর্তন করেন তাঁর ছবি হন্টেড – ৩ডি-র মাধ্যমে। ছবিটি ২০১১ সালের মে মাসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি তৎকালীন সময়ে সর্বকালের সর্বাধিক আয়কারী হিন্দি হরর চলচ্চিত্রের রেকর্ড গড়ে প্রায় ২৭ কোটি টাকার ব্যবসা করেছিল।
আরও পড়ুন: ‘মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া’! নিজেকে নিয়ে ভুয়ো খবরে ফুঁসছেন ইমন, ক্ষোভ উগরে দিয়ে কী বললেন
বিক্রম ভাটের কন্যা কৃষ্ণা ইতিমধ্যেই বলিউডে পরিচালক হিসাবে পা রেখেছেন। আসলে যখন বিক্রম তাঁকে মুকেশ ভাট এবং মহেশ ভাটের প্রযোজনায় ছবিতে অভিষেক করান। পদবী এক হওয়ার কারণে তখন অনেকেই মনে করেছিলেন, তাঁদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। তবে বাস্তবে তাঁদের এরকম কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: মাত্র ৫৫-তেই থেমে গেল পথ চলা! অকালে প্রয়াত অমিতাভ-অক্ষয়দের সহ-অভিনেতার
বর্ষা ভাট যদিও আগাগোড়াই আলোকবৃত্তের আড়ালে থেকেছেন। তবুও তিনি ছেলে বিক্রমের পরিবারে শক্ত এক স্তম্ভ হিসেবে সবসময় পাশে ছিলেন। বিক্রমের জীবনে তাঁর মায়ের অবদান অপরিসীম। চলচ্চিত্র জগতে প্রবেশ থেকে শুরু করে সাফল্যের শিখরে পৌঁছনো পর্যন্ত প্রতিটি ধাপেই তিনি ছিলেন পরিচালকের নীরব প্রেরণা। মা বর্ষা ভাটের মৃত্যু তাঁর জীবনে গভীর শূন্যতা তৈরি করলেও, তাঁর স্মৃতি এবং আশীর্বাদ নিঃসন্দেহে বিক্রম এবং তাঁর পরিবারের জন্য চিরন্তন শক্তির উৎস হয়ে থাকবে।
আপাতত বিক্রম তাঁর আসন্ন ছবি ‘হন্টেড: ঘোস্টস অব দ্য পাস্ট’এর প্রস্তুতি নিচ্ছেন। আগেও তিনি হরর ঘরানায় নিজের স্বতন্ত্র শৈলীর ছাপ রেখেছেন। হরর ঘরানায় তাঁর দক্ষতা সুপরিচিত। তিনি ‘রাজ’, ‘১৯২০’, এবং ‘হন্টেড’-এর মতো একাধিক জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করেছেন।
