বলিউডের ‘অ্যাকশন কিং’ হিসেবে পরিচিত বিদ্যুৎ জামাল বরাবরই খবরের শিরোনামে থাকেন তাঁর দুঃসাহসিক সব কর্মকাণ্ডের জন্য। তবে এবার তিনি যা করলেন, তা দেখে নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগাড়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, বিদ্যুৎ নিজের মুখের ওপর গরম মোম ঢালছেন। এই ভিডিওটি ঘিরেই এখন নেটপাড়ায় চলছে তুমুল চর্চা।

 


ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ জামাল অত্যন্ত শান্তভাবে বসে আছেন। তার হাতে একটি জ্বলন্ত মোমবাতি। কিছুক্ষণের মধ্যেই তিনি সেই জ্বলন্ত মোমবাতি থেকে গলানো মোম সরাসরি নিজের মুখে ঢালতে শুরু করেন। সাধারণ মানুষের ক্ষেত্রে যা অসহ্য যন্ত্রণার কারণ হতে পারে, বিদ্যুতের চোখেমুখে তখন ছিল অদ্ভুত স্থিরতা। তার এই ‘পেইন টলারেন্স’ বা যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দেখে অবাক হয়ে গিয়েছেন তার অনুরাগীরা।

 

ভিডিওটি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্স ভরে ওঠে নানা মন্তব্যে। একজন অনুরাগী লিখেছেন, 'বিদ্যুৎভাই, আপনি কি রক্ত-মাংসের মানুষ নাকি লোহার তৈরি?' অন্য একজন রসিকতা করে লিখেছেন, 'আক্ষরিক অর্থেই আপনি ইন্টারনেটে আগুন লাগিয়ে দিলেন (আগে লাগা দি)!' তবে প্রশংসার পাশাপাশি অনেক নেটিজেন তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, পেশাদার প্রশিক্ষণ ছাড়া এ ধরনের কাজ করা অত্যন্ত বিপজ্জনক।

 

বিদ্যুৎ জামাল কেবল একজন অভিনেতা নন, তিনি একজন বিশ্বমানের মার্শাল আর্টিস্ট। প্রাচীন যুদ্ধবিদ্যা ‘কালারিপায়াত্তু’-তে তিনি সিদ্ধহস্ত। বিদ্যুৎ বিশ্বাস করেন, শরীরকে প্রতিকূল পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হলে মনের নিয়ন্ত্রণ প্রয়োজন। এর আগেও তাঁকে নানা ধরনের স্টান্ট করতে দেখা গিয়েছে।

 

 

 

প্রসঙ্গত, ভরপুর অ্যাকশনে মোড়া ছবি 'স্ট্রিট ফাইটার' আসছে বড়পর্দায়, আর তাতে যোগ গুরু ‘মাস্টার ধালসিম’-এর চরিত্রে অভিনয় করছেন বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ। কিছুদিন আগেই প্যারামাউন্ট পিকচার্স-এর পক্ষ থেকে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। আর সেই পোস্টার দেখেই সবার চোখ কপালে উঠেছিল! কারণ, এই চরিত্রের জন্য বিদ্যুৎ জামওয়াল পুরো মাথা কামিয়েছেন! চুলবিহীন এই লুকে তাঁকে যেন চেনাই যাচ্ছে না। এই নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছিল। অভিনেতার এই লুক ছবিটি দেখার আগ্রহ আরও যেন বাড়িয়ে তুলেছে দর্শকের মধ্যে।