বিদ্যুৎ জামওয়াল সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটি গাছে উঠছেন অভিনেতা। যদিও ভিডিওতে তাঁর শরীরের কিছু অংশ ইভিল আই ইমোজি দিয়ে আড়াল করা হয়েছে।
ভাইরাল ক্লিপে বিদ্যুৎকে গাছে ওঠার পাশাপাশি সাবধানে নেমে আসতেও দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘একজন কালারিপায়াত্তু অনুশীলনকারী হিসেবে আমি বছরে একবার ‘সহজ’ নামের একটি যোগচর্চায় ডুবে যাই। সহজ মানে হল স্বাভাবিক সহজাত অবস্থায় ফিরে যাওয়া, যা প্রকৃতি ও নিজের ভিতরের চেতনার সঙ্গে গভীর সংযোগ তৈরি করে।’ পোস্টে বিদ্যুৎ আরও দাবি করেন, এই সাধনার মাধ্যমে ইন্দ্রিয়ের সংবেদনশীলতা বাড়ে, ভারসাম্য উন্নত হয়, শরীর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং মানসিক একাগ্রতা তীব্র হয়।
তবে ভিডিওটি ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। রেডিটে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে শিরোনাম দেন, ‘উনি কি ঠিক আছেন?’ আরেকজন মন্তব্য করেন, ‘সমালোচনা করতে চাই না, কিন্তু উনি ঠিক আছেন তো?’ কেউ আবার মজা করে লেখেন, ‘উনি উর্বশী রাউতেলার পুরুষ সংস্করণ। প্রতিভাবান ও সুদর্শন, কিন্তু নজর কাড়তে এমন সব কাজ করেন।’ ইনস্টাগ্রামের কমেন্টে এক ব্যবহারকারী লেখেন, ‘পোশাক পরে গাছেও তো ওঠা যেত!’
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vidyut Jammwal (@mevidyutjammwal)
এর আগেও বিদ্যুৎ বিতর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি একটি ভিডিওতে তাঁকে নিজের মুখে জ্বলন্ত মোমবাতির গলিত মোম ঢালতে দেখা যায়। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রাচীন কালারিপায়াত্তু ও যোগচর্চাকে সম্মান জানাতে এই প্রয়াস, যা আমাদের সীমা ছাড়িয়ে যেতে শেখায়। মোমবাতির মোম ও বেঁধে রাখা চোখ, যোদ্ধা-সত্তারই প্রমাণ।’
উল্লেখ্য, ‘কমান্ডো’ ছবির মাধ্যমে বিদ্যুৎ অ্যাকশন তারকা হিসাবে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি ‘জংলি’, ‘বাদশাহো’ ও ‘খুদা হাফিজ’-এর মতো ছবিতেও তাঁর কাজ দর্শকদের নজর কেড়েছে।
সব বিতর্ক ও চর্চার মধ্যেও বিদ্যুৎ বরাবরই নিজেকে ভিন্ন পথে হাঁটা একজন অভিনেতা হিসাবে তুলে ধরেছেন। পর্দার বাইরেও তাঁর জীবনজুড়ে রয়েছে মার্শাল আর্ট, যোগচর্চা ও আত্মশৃঙ্খলার কঠোর সাধনা। মূলধারার তারকাদের ভিড়ে তিনি যে আলাদা, তা প্রমাণ করতে কোনও ত্রুটি রাখেননি তিনি। তাঁর এই যাপন অনেকের কাছে বিস্ময়কর, আবার বহু মানুষের কাছে অনুপ্রেরণারও। বিতর্ক থাকলেও, বিদ্যুতের সাহসী ও ব্যতিক্রমী অবস্থান যে তাঁকে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি দিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।