নিজস্ব সংবাদদাতা: সত্যজিৎ রায় থেকে শুরু করে তরুণ মজুমদার, মৃণাল সেন, কাজ করেছেন বাংলার সবচেয়ে নামজাদা পরিচালকদের সঙ্গে। বড় পর্দায় তো বটেই, ছোটপর্দায়ও খ্যাতির সঙ্গে কাজ করেছেন অভিনেতা দেবরাজ রায়। বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন এই অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। ঘনিষ্ঠ সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে কিডনির রোগে ভুগছিলেন দেবরাজ।
বাংলা বিনোদন জগতের অন্যতম খ্যাতনামা অভিনেতা ছিলেন দেবরাজ। সত্যজিৎ রায়ের ছবি 'প্রতিদ্বন্দ্বী'র মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। তারপর মৃণাল সেনের 'ক্যালকাটা ৭১'-এ অভিনয় করে দর্শক মহলে দারুণ পরিচিতি পেয়েছিলেন দেবরাজ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। দর্শকের মনে একচেটিয়াভাবে জায়গা করে নিয়েছিল তাঁর অভিনীত চরিত্রগুলো।
দেবরাজ রায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী অভিনেত্রী অনুরাধা রায়। পুজোর আনন্দ কাটতে না কাটতে তাঁর পরিবারে নামল অন্ধকার। এতদিনের পথ চলার সাথীকে হারিয়ে শোকাহত তিনি। বিগত কয়েক বছর ধরে অসুস্থতার কারণে বাড়িতেই ছিলেন দেবরাজ। দেখা যায়নি কোনও মাধ্যমেই। প্রয়াত অভিনেতার পরিবার সূত্রে খবর, শুক্রবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত সল্টলেকে তাঁর বাসভবনে রয়েছে মরদেহ। সেখান থেকেই যাবতীয় কাজ করা হবে বলে খবর।
