সম্প্রতি অভিনেতা বরুণ ধওয়ান একটি চাঞ্চল্যকর মন্তব্য করে বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। জনপ্রিয় টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল'-এ এসে তিনি তাঁর মেয়ে লারা এবং পোষ্য সারমেয় জোয়ির প্রতি ভালবাসার গভীরতা নিয়ে এমন এক মন্তব্য করেন, যা শুনে শো-এর সঞ্চালিকা কাজল এবং টুইঙ্কল খান্না-সহ উপস্থিত সকলেই স্তম্ভিত হয়ে যান। বরুণ অকপটে স্বীকার করেন যে তিনি তাঁর সন্তান এবং পোষ্যকে একইরকম ভালবাসেন।

 


বরুণ ধওয়ান এবং তাঁর স্ত্রী নাতাশা দালালের জীবনে গত বছরের জুনে তাঁদের প্রথম সন্তান, কন্যা লারার আগমন ঘটে। তবে লারা আসার আগে থেকেই বরুণের পরিবারে ছিল তাঁর আদরের পোষ্য, জোয়ি। ওই শো-তে বরুণ জানান, জোয়ির আগমনই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বরুণ বলেন, "জোয়ি, আমার জীবনে আসার পর ব্যক্তিগতভাবে অনেক পাল্টে গিয়েছি। ওকে যখন আমি পাই, তখনই আমি বদলে গিয়েছিলাম।"

 


তাঁর এই কথা শুনে টুইঙ্কল খান্না বিস্ময় প্রকাশ করেন এবং জানতে চান, "আপনি আপনার সন্তানের জন্য পাল্টাননি, কিন্তু পোষ্যের জন্য পাল্টালেন?" এই সময় শো-তে বরুণের সহ-অভিনেত্রী এবং বন্ধু আলিয়া ভাট পরিবেশ হালকা করে জানান যে, "আসলে জোয়ি আগেই এসেছিল!"

 

 

বরুণ এরপর ব্যাখ্যা করেন যে জোয়ির প্রতি তাঁর এই ভালোবাসা ও দায়িত্ববোধ আসলে তাঁকে পিতৃত্বের জন্য প্রস্তুত করেছে। তিনি বলেন, "সে মলমূত্র ত্যাগ করত এবং আমি এমন একটি পরিস্থিতিতে এসেছিলাম যেখানে আমি জোয়ির জন্য সবকিছু করতে পারতাম। একটা সময় আমার মনে হয়েছিল, এটাই বুঝি পেরেন্টিং (পিতৃত্ব/মাতৃত্ব)।"

 

 

আরও পড়ুন: রাহার জন্য কী কী বদলে ফেলতে হয়েছে রণবীর-আলিয়াকে? মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে অকপট নায়িকা

 


জোয়ির প্রতি বরুণের এই নিঃস্বার্থ ভালবাসার কথা শুনে টুইঙ্কলের পরবর্তী প্রশ্নটি স্বাভাবিকভাবেই আসে— "তাহলে লারা-র বিষয়ে কী বলবেন?" এই প্রশ্নের উত্তরে বরুণ ধওয়ানের বক্তব্যই ছিল শো-এর সবচেয়ে আলোচিত অংশ।
বরুণ ধাওয়ান দৃঢ়ভাবে বলেন, "সত্যি বলতে কী, আমি এটা শুধু ক্যামেরার সামনে ভাল সাজার জন্য বলছি না, আমি ওদের দুজনের মধ্যে ভালবাসার ক্ষেত্রে কোনও পার্থক্য করি না। কারণ মন থেকে আমি তা করতে পারি না। ওরা দু'জনেই আমার সন্তান" 

 


তিনি আরও যোগ করেন, "জোয়ির সঙ্গে আমার যে বন্ধন, তা অন্য মাত্রার। আমার মনে হয় না অন্য কোনও জীবের সঙ্গে আমার এই একই রকম বন্ধন হতে পারে।"

 


বরুণের এই কথা শুনে শুধু কাজল ও টুইঙ্কলই নয়, আলিয়া ভাটও বেশ অবাক হয়ে যান এবং তাঁকে প্রশ্ন করেন, "সত্যিই?" সঞ্চালিকাদ্বয়ের চোখে-মুখেও ছিল স্পষ্ট বিস্ময় ও অবিশ্বাস। কাজল এবং টুইঙ্কল খান্না একে অপরের দিকে তাকিয়ে তাঁদের এই চমকপ্রদ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 


বরুণের এই অকপট স্বীকারোক্তি সমাজ এবং সম্পর্কের এক নতুন দিক তুলে ধরেছে। অনেকেই এটিকে পোষ্যদের প্রতি তাঁর গভীর ভালবাসার প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এমন তুলনার কারণে বিস্মিত। তবে তারকা জগৎ থেকে সাধারণ মানুষ, সকলেই যে বরুণ ধওয়ানের এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু করেছেন, তা স্পষ্ট। একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের এমন একটি স্পর্শকাতর দিক এভাবে তুলে ধরায় বরুণের সাহসিকতা প্রশংসিত হচ্ছে।