বলিউডের পর্দায় ফিরছে ভারতের সবচেয়ে আবেগঘন যুদ্ধগাথা। ১৯৯৭ সালের ‘বর্ডার’ শুধু একটি সিনেমার ব্যাকরণেই আটকে ছিল না , বরং এ ছবি ছিল জাতির আত্মসম্মানের প্রতীক। আর ২৮ বছর পর সেই ঐতিহ্যের উত্তরসূরি হয়ে আসছে ‘বর্ডার ২’, যেখানে নতুন প্রজন্মের মুখ হয়ে যুদ্ধক্ষেত্রে নামছেন বরুণ ধাওয়ান।
বুধবার প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। টিসিরিজ ফিল্মসের শেয়ার করা পোস্টারে দেখা গেল রণক্ষেত্রে ভারতীয় জওয়ানের সাজে বরুণকে। চোখ থেকে যেন ঠিকরে পড়ছে আগুন, হাতে বন্দুক, চারদিক ধোঁয়ায় মোড়া আর তার মধ্যেই সামনে ছুটে চলছে এই তরুণ যোদ্ধা। ক্যাপশনেই যেন ছবির সারকথা— “বর্ডার তার কর্তব্য, ভারত তার প্রেম!”
ছবির এই এক ঝলকে যেন সময় থেমে যায়। ছবির কমেন্ট সেকশন ভরে উঠেছে দর্শকের উচ্ছ্বাসে- “১০০০ কোটি টাকা যায় হবেই মনে হচ্ছে , এটাই হবে বছরের ব্লকবাস্টার!” আরও এক নেটিজেন লিখেছেন, “এই পোস্টারেই গায়ে কাঁটা দিচ্ছে, সিনেমা হলে দেখা না পর্যন্ত শান্তি নেই!”
অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’-এ বরুণের পাশাপাশি রয়েছেন সানি দেওল, দিলজিত দোসাঞ্জ, আহান শেট্টি, মেধা রানা, মোনা সিং এবং সোনম বাজওয়া। প্রযোজনায় ভূষণ কুমার, জে.পি. দত্ত ও নিধি দত্ত।
জে.পি. দত্তই ১৯৯৭ সালে তৈরি করেছিলেন ‘বর্ডার’ যা ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের বাস্তব কাহিনি থেকে অনুপ্রাণিত। সানি দেওল, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্নাদের অসামান্য অভিনয়ে সেই ছবিটি হয়ে উঠেছিল ভারতের সর্বাধিক ব্যবসাসফল যুদ্ধচলচ্চিত্র, আয় করেছিল ৬০ কোটিরও বেশি টাকা, যা সে সময়ের রেকর্ড।
এ ছবি সম্পর্কে প্রযোজক ভূষণ কুমার বলছেন, “‘বর্ডার’ কেবল এক সিনেমা নয়, এটা প্রতিটি ভারতীয়র
অনুভূতির অংশ। ‘বর্ডার ২’-এর মাধ্যমে আমরা সেই আবেগ, সেই গর্বের গল্প ফিরিয়ে আনতে চাই নতুন প্রজন্মের জন্য। আর প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে এই সিনেমা দেখা মানে হবে দেশপ্রেমের এক উদযাপন।”
প্রসঙ্গত, বরুণ ছাড়াও এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে সানি দেওল এবং দিলজিৎ দোসাঞ্জকে। দিলজিৎও নামছেন এই যুদ্ধক্ষেত্রে। এছাড়াও এই ছবিতে ফিরছে “সন্দেশে আতে হ্যায়”-এর সেই কান্নাভেজা সুর ১৯৯৭ সালে সিনেমা হল কাঁপিয়ে দিয়েছিল এ২৭ বছর পর, ‘বর্ডার ২’-র হাত ধরে আবার ফিরছে সেই আবেগ, সেই শিহরণ, সেই গর্ব! “সন্দেশে আতে হ্যায়” গানটা তখন কাঁদিয়েছিল গোটা দেশ। এবার সেই গান ফিরে আসছে নতুন রূপে, অরিজিৎ সিং ও সোনু নিগম-এর গলায়। শুধু গান নয়, এটি হতে চলেছে ‘বর্ডার ২’-র আত্মার সবচেয়ে সংবেদনশীল স্পর্শ।
‘বর্ডার ২’ মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৩ জানুয়ারি ।
