বরুণ ধাওয়ান আসন্ন ছবি ‘বর্ডার ২’-এর একটি গানের দৃশ্যে তাঁর ‘ওভারঅ্যাক্টিং’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন। গানটি প্রকাশ্যে আসার পরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও ক্লিপ, যেখানে বরুণের আবেগপ্রবণ অভিব্যক্তিকে ঘিরে শুরু হয় ট্রোলিং। অনেকেই তাঁর অভিনয়কে ‘অতিনাটকীয়’ বলে কটাক্ষ করেন। যা নিয়ে জোর চর্চা চলছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিনয় দক্ষতা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিলেন বরুণ। অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে বরুণের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্ঝ এবং আহান শেট্টি।
ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে এক নেটিজেন বরুণকে প্রশ্ন করেন, ‘ভাই, লোকজন তো আপনার অভিনয় নিয়েই প্রশ্ন তুলছে, এ ব্যাপারে কী বলবেন?’ উত্তরে রসিকতার সুরে বরুণ লেখেন, ‘এই প্রশ্নটাই গানটাকে হিট করে দিয়েছে। সকলে উপভোগ করছে। ঈশ্বরের আশীর্বাদ।’
কয়েক দিন আগেই বরুণ একটি মজার ‘আস্ক মি এনিথিং’ সেশন আয়োজন করেছিলেন, যেখানে অনুরাগীদের একের পর এক প্রশ্নের উত্তর দেন তিনি। সেই পর্বেই এক অনুরাগী তাঁর ছবি ‘সানি সংস্কারি কি তুলসি কুমারি’ নিয়ে কড়া সমালোচনা করেন। ওই অনুরাগীর মন্তব্য ছিল, ‘ভাই, আপনি কি সত্যিই নিজের কামব্যাক নিয়ে সিরিয়াস? বহুমুখীতার নামে এসএসকেটিকে-র মতো দুর্বল ছবি করা বন্ধ করুন।’
এই মন্তব্যের জবাবে মজার ছলে বরুণ লেখেন, ‘তাও ছবিটা একটু হলেও চলেছে। আপনি হলে যেতে থাকুন। আপনার রুচি যেহেতু এত ভাল, বর্ডার ২ হয়তো আপনাকে চমকে দেবে।’
অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ হল ১৯৯৭ সালের জনপ্রিয় যুদ্ধভিত্তিক ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল। ছবিতে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটকে নতুনভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর আত্মত্যাগের গল্পও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভূষণ কুমার, কৃষ্ণন কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত প্রযোজিত এই ছবি মুক্তি পাওয়ার কথা ২৩ জানুয়ারি। ছবিতে অভিনয় করেছেন সোনম বাজওয়া, অন্যা সিং, মোনা সিং এবং মেধা রানাও।
‘বর্ডার ২’-এ বরুণ অভিনয় করছেন এক ভারতীয় সেনা আধিকারিকের চরিত্রে। এটি বাস্তব জীবনের বীর যোদ্ধা পিভিসি কর্নেল হোশিয়ার সিং দাহিয়ার অনুপ্রেরণায় তৈরি একটি চরিত্র। প্রস্তুতি নিয়ে বরুণ জানান, যুদ্ধের দৃশ্যের শুটিং চলাকালীন তাঁর টেইলবোনে চোট লাগে। তিনি বলেন, “যুদ্ধের দৃশ্য শুট করার সময় আমি চোট পেয়েছিলাম। বাবিনায় টানা ৪০ দিন প্রকৃত সেনাদের সঙ্গে শুট করেছি।”
