‘বর্ডার ২’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন বরুণ ধাওয়ান। এবার সেই বিষয়েই মুখ খুললেন অভিনেতা। অনুরাগ সিং পরিচালিত এই যুদ্ধভিত্তিক ছবিতে বরুণকে দেখা যাবে এক শহিদ সেনানির চরিত্রে। ট্রেলারে তাঁর মুখভঙ্গি ও হাসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শুরু হয়, তৈরি হয় একের পর এক মিম। ছবির মুক্তির আগে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই ট্রোলিং প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানালেন বরুণ।
মঙ্গলবার মুম্বইয়ে ‘বর্ডার ২’-এর ‘ব্রেভস অব দ্য সয়েল’ ট্রিবিউট ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সহ-অভিনেতা আহান শেট্টি ও ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে হাজির ছিলেন বরুণ। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, ট্রোল ও মিম নিয়ে তাঁর অনুভূতি কী। জবাবে বরুণ বলেন, তিনি এই সব ‘হইচই’কে উপেক্ষা করতেই শিখেছেন। তাঁর কথায়, “আমার বিশ্বাস, এসব আওয়াজ বন্ধ করে নিজের কাজকে কথা বলতে দিতে হয়। এই ধরনের জিনিস চলতেই থাকে। তাতে বিশেষ কিছু যায় আসে না। আমি এসবের জন্য কাজ করি না। আমি যেটার জন্য কাজ করি, সেটা এই শুক্রবারেই বোঝা যাবে।”
‘বর্ডার ২’-এর একটি গানের দৃশ্যে তাঁর ‘ওভারঅ্যাক্টিং’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েন বরুণ। গানটি প্রকাশ্যে আসার পরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও ক্লিপ, যেখানে বরুণের আবেগপ্রবণ অভিব্যক্তিকে ঘিরে শুরু হয় ট্রোলিং। অনেকেই তাঁর অভিনয়কে ‘অতিনাটকীয়’ বলে কটাক্ষ করেন। এমনকি তাঁকে নিয়ে মিমের বন্যা বয়ে যায়।
অভিনেতা আরও জানান, ছবির উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। বরুণের বক্তব্য, “আমার ছবির উপর বিশ্বাস আছে। ভাল ছবি বানানোটাই সবচেয়ে জরুরি। নম্বর বা ব্যবসা নিয়ে আমি বিশেষ চিন্তিত নই। তবে আমি মনে করি, আমরা সত্যিই একটা ভাল ছবি বানিয়েছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, ‘বর্ডার ২’-এ বরুণ অভিনয় করছেন পরমবীর চক্র প্রাপক মেজর হোশিয়ার সিং দাহিয়ার ভূমিকায়। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের এক বীর সেনানির চরিত্রে দেখা যাবে তাঁকে, যিনি দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। ১৯৯৭ সালে জে পি দত্ত পরিচালিত জনপ্রিয় ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল এই ছবি। এতে অভিনয় করছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টিও।
গুলশন কুমারের টি-সিরিজ এবং জে পি দত্তের জে পি ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘বর্ডার ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ জানুয়ারি।
