সম্প্রতি বিতর্কের মুখে পড়েন বরুণ ধাওয়ান। একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, মুম্বই মেট্রোর একটি কোচের ভিতরে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মাঝেই তিনি মাথার উপর থাকা ধাতব রড ধরে পুল-আপ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা।
এরপর মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই ক্লিপটি পুনরায় শেয়ার করে একটি নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা জারি করে। পোস্টে জানানো হয়, এই ধরনের আচরণ ‘দ্য মেট্রো রেলওয়েজ (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) অ্যাক্ট, ২০০২’-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী, জনদুর্ভোগ সৃষ্টি বা সরকারি সম্পত্তির ক্ষতি হলে জরিমানা এমনকি অপরাধের গুরুত্ব অনুযায়ী কারাদণ্ডও হতে পারে।
পোস্টে লেখা হয়, ‘এই ধরনের কাজ জনদুর্ভোগ ও সম্পত্তির ক্ষতির ধারায় শাস্তিযোগ্য। অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা বা কারাদণ্ড হতে পারে। তাই সবাইকে অনুরোধ, আড্ডা দিন, কিন্তু এভাবে ঝুলে পড়বেন না। মহা মুম্বই মেট্রোতে দায়িত্বশীলভাবে যাতায়াত করুন।’
তবে পরে বিষয়টি স্পষ্ট করা হয় যে, মুম্বই মেট্রোর ওই ঘটনায় বরুণ ধাওয়ানের বিরুদ্ধে কোনও জরিমানা আরোপ করা হয়নি। এমএমএমওসিএল-এর তরফে আগের পোস্টটিও মুম্বই মেট্রোর অফিসিয়াল হ্যান্ডেল থেকে মুছে ফেলা হয়েছে এবং এই ঘটনায় আর কোনও আইনি জটিলতা নেই।
বরুণের টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘মুম্বই মেট্রো সংক্রান্ত সাম্প্রতিক খবর নিয়ে আমরা কিছু বিষয় পরিষ্কার করতে চাই। বরুণ ধাওয়ানের বিরুদ্ধে কোনও ধরনের জরিমানা বা শাস্তি আরোপ করা হয়নি। কর্তৃপক্ষের আগের পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, এবং এই ভুল বোঝাবুঝি দূর করতে তাঁদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। বরুণ শহরের নিয়মকানুন ও মেট্রো কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। বর্তমানে কোনও বিষয় বিচারাধীন নেই।’
এই বিতর্ক বা তার পরবর্তী ব্যাখ্যা নিয়ে এখনও পর্যন্ত বরুণ নিজে কোনও প্রতিক্রিয়া জানাননি। সম্প্রতি ‘বর্ডার ২’ ছবিতে দেখা গিয়েছে বরুণকে। ছবিতে তিনি মেজর হোশিয়ার সিং দাহিয়ার চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টি। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং, সোনম বাজওয়া, মেধা রানা ও অন্যা সিং।
‘বর্ডার ২’-এর একটি গানের দৃশ্যে তাঁর ‘ওভারঅ্যাক্টিং’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েন বরুণ। গানটি প্রকাশ্যে আসার পরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও ক্লিপ, যেখানে বরুণের আবেগপ্রবণ অভিব্যক্তিকে ঘিরে শুরু হয় ট্রোলিং। অনেকেই তাঁর অভিনয়কে ‘অতিনাটকীয়’ বলে কটাক্ষ করেন। এমনকি তাঁকে নিয়ে মিমের বন্যা বয়ে যায়। তবে ছবিটি মুক্তি পাওয়ার পর সে সব থেমে যায়। প্রশংসিত বরুণের অভিনয়। দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত অভিনেতা।
