নিজস্ব সংবাদদাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'। এক সাধারণ জুটির অসাধারণ প্রেমের গল্প নিয়ে এগোয় এই ধারাবাহিক। বর্তমানে গল্পে আসছে নানা টুইস্ট। আসন্ন পর্বে দেখানো হবে, 'কৃষ্ণা'র মন জয় করতে 'রাম' বলিউডের বাদশা অর্থাৎ শাহরুখ খান সেজেছে। একেবারে 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'র 'রাজ' সেজে হাজির সে।
'রাম'-এর এই কান্ড দেখে মুখে কিছু না বললেও, মন থেকে 'কৃষ্ণা' দারুন খুশি হয়। 'রাম' যখন এত কাঠ-খড় পুড়িয়ে তার বউকে খুশি করার চেষ্টা চালায়, 'কৃষ্ণা'ও বা কি করে তাকে বঞ্চিত রাখে? শুরু হয় 'কৃষ্ণা'র পাল্টা নিবেদন, সেই সিনেমারই মিষ্টি সিমরানের বেশে। সুইজারল্যান্ড-এর সুন্দর প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছিল রাজ তার সিমরানকে। ঠিক তেমন ভাবেই বাড়ি ফিরে রাম খুঁজে পায় কৃষ্ণাকে তাদের ছোট্ট ঘরে।
এর আগে বউয়ের মন পেতে আরও এক কাণ্ড ঘটিয়ে বসেছিল 'রাম'। বাড়ির সকলের থেকে আলাদা হতে 'রাম' লাড্ডুতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তার সেই ফাঁদে পরিবারের সমস্ত সদস্য পা দিলেও, ঠাম্মি কিন্তু এই কৌশলের শিকার হননি। 'রাম' ও 'কৃষ্ণা' যখন রোম্যান্সে মগ্ন, ঠিক তখন তাদের ঠাম্মি, অর্থাৎ 'পূর্ণিমা', এসে হাজির হন সেখানে। তারপর? জানতে দেখতে থাকুন 'রাম কৃষ্ণা', প্রতিদিন বিকেল ৭:৩০টায়, কালার্স বাংলা এবং জিও সিনেমায়।
'রাম'-এর এই কান্ড দেখে মুখে কিছু না বললেও, মন থেকে 'কৃষ্ণা' দারুন খুশি হয়। 'রাম' যখন এত কাঠ-খড় পুড়িয়ে তার বউকে খুশি করার চেষ্টা চালায়, 'কৃষ্ণা'ও বা কি করে তাকে বঞ্চিত রাখে? শুরু হয় 'কৃষ্ণা'র পাল্টা নিবেদন, সেই সিনেমারই মিষ্টি সিমরানের বেশে। সুইজারল্যান্ড-এর সুন্দর প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছিল রাজ তার সিমরানকে। ঠিক তেমন ভাবেই বাড়ি ফিরে রাম খুঁজে পায় কৃষ্ণাকে তাদের ছোট্ট ঘরে।
এর আগে বউয়ের মন পেতে আরও এক কাণ্ড ঘটিয়ে বসেছিল 'রাম'। বাড়ির সকলের থেকে আলাদা হতে 'রাম' লাড্ডুতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তার সেই ফাঁদে পরিবারের সমস্ত সদস্য পা দিলেও, ঠাম্মি কিন্তু এই কৌশলের শিকার হননি। 'রাম' ও 'কৃষ্ণা' যখন রোম্যান্সে মগ্ন, ঠিক তখন তাদের ঠাম্মি, অর্থাৎ 'পূর্ণিমা', এসে হাজির হন সেখানে। তারপর? জানতে দেখতে থাকুন 'রাম কৃষ্ণা', প্রতিদিন বিকেল ৭:৩০টায়, কালার্স বাংলা এবং জিও সিনেমায়।
