নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে স্বতন্ত্র ও কমলিনীর প্রেমের পরিণতি দেখার অপেক্ষায় আছেন দর্শক। ইতিমধ্যেই সমাজমাধ্যমে নেটিজেনদের দাবি তাদের বিয়ে দেখার। স্বতন্ত্র ও কমলিনীর জীবনের গন্তব্য মিলে যাক একই পথে, এমনটাই চাইছেন দর্শক। সত্যি কী বিয়ে হবেই স্বতন্ত্র ও কমলিনীর? 

 

সুন্দর এক বন্ধুত্বের গল্প বলে স্টার জলসার চিরসখা, যে বন্ধুত্বের শেষ নেই, শুধুই আছে একে অপরের প্রতি সম্মান ভালবাসা এবং অবশ্যই নির্ভরশীলতা। এমনই দুই বন্ধুর চরিত্রে দেখা যাচ্ছে সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাসকে। এমন না বলা প্রেম বন্ধুত্বের রূপ নিয়ে থেকে গিয়েছে আজীবন। তবে ধারাবাহিকের ক্ষেত্রে এমন গল্প সংখ্যায় বেশ কম। তাই শুরুর পর থেকে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। 

 


তবে এই বন্ধুত্ব কি এবার পরিণতি পাবে বিয়েতে? দর্শকের দাবি মেনে সত্যিই কি বিয়ে হতে চলেছে স্বতন্ত্র এবং কমলিনীর? এই জল্পনার মাঝেই কমলিনীর জীবনে নতুন মোড়।‌ সম্প্রতি প্রকাশ্যে আসা নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, বুবলাই তার বাবার একটি ছবি বাঁধিয়ে এনেছে। কমলিনীর একটু অস্বস্থি হতে থাকে। এর মধ্যেই একজন এসে দাঁড়ায় বাড়ির দরজায়। কমলিনীকে 'কুমু' বলে ডাকে সে। তবে কি সেই কমলিনীর স্বামী? মারা যায়নি সে! আবারও ফিরে এসেছে পরিবারের কাছে? যদিও তার পরিচয় খোলসা হয়নি প্রোমোয়। এই চরিত্রে অভিনয় করছেন সন্দীপ চক্রবর্তী।