স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। এই গল্পটি নারীকেন্দ্রিক। স্বস্তিকাকে দর্শক দেখছেন একেবারে কড়া শিক্ষিকার ভূমিকায়। যাঁকে দেখে শ্রদ্ধার পাশাপাশি ভয়ও হয়। অশিক্ষা এবং অসভ্যতা কোনওটাই যিনি মেনে নিতে পারেন না। তাই কড়া হাতে দুষ্টের দমনে পিছপা হন না বিদ্যা ব্যানার্জি। 

 

 

 

তবে তার এই প্রতিবাদী মনোভাব মোটেই পছন্দ নয় কলেজের ট্রাস্টি বোর্ডের। তাই মাঝেমধ্যেই বিপাকে পড়তে হয় বিদ্যাকে। এবারও ঠিক তাই হল। কলেজের ট্রাস্টি বোর্ড মেম্বার এসে বিদ্যাকে কলেজ থেকে অপসারণ করতে চায়। কিন্তু বিদ্যার ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ করে ওঠে। কলেজ থেকে বিদ্যার যাওয়া আটকাতে ক্যাম্পাসে আন্দোলন করে তারা। এদিকে, ছাত্র-ছাত্রীদের আটকাতে তাদের উপর অত্যাচার শুরু করে কিছু লোক। 

 

 

 

ইতিমধ্যেই পুলিশ এসে পৌঁছয় কলেজ ক্যাম্পাসে। বিদ্যাকে কলেজ থেকে যেতে দেবে না বলে তাঁর ছাত্র-ছাত্রীরা যখন প্রতিবাদে মূখর, তখন বিদ্যা মুখোমুখি হয় কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্যের সঙ্গে। এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সুপ্রিয় দত্তকে। বিদ্যার সঙ্গে এবার কী টক্কর লাগবে সুপ্রিয়র চরিত্রটির? কতটা ভয়ঙ্কর দিকে এগোবে এই সংঘাত? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

 

 

 

এই গল্পে 'প্রোফেসর বিদ্যা'র চরিত্রে স্বস্তিকা দত্ত। তাঁর বিপরীতে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই বিদ্যাকে একটু একটু করে মনে ধরছে অর্ণবের চরিত্রটির। গল্পে প্রথমবার অর্ণব ও স্বস্তিকার জুটিকে কতটা পছন্দ করেন দর্শক, সেটাই দেখার। এই ধারাবাহিকের আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম রাজরূপ। ইতিমধ্যেই এই চরিত্রের শুটিং শুরু করেছেন ভাস্বর। 

 

 

 

আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "আমার চরিত্রটা খুব পজেটিভ এই ধারাবাহিকে। সুপ্রিয়দা(সুপ্রিয় দত্ত) হলেন বিদ্যা ব্যানার্জি যে কলেজে পড়ান সেখানকার কলেজের ট্রাস্টি মেম্বার। আমি সুপ্রিয়দার ছোটভাই, আমিও ট্রাস্টের সঙ্গে যুক্ত। নায়কের কাকার চরিত্রে দেখা যাবে আমাকে। খুব মজার চরিএ। তবে কমেডি নেই, কিন্তু নায়ক প্রেমে পড়লে কাকার কাছে এসেই সাজেশন চায়।"

 

 

 

 

ভাস্বরের কথায়, "কাকা আবার কীভাবে মেয়েদের মন জয় করতে হবে সেটা ভাইপোকে শেখায়। এক কথায় বলতে গেলে খানিকটা লাভ গুরুর ভূমিকা পালন করব। আর স্নেহাশীষদা (স্নেহাশীষ চক্রবর্তী) বরাবরই ভাল চরিত্র দেন আমায়। গীতা এলএলবির সঙ্গেই করলাম হিন্দি রিমেক অ্যাডভোকেট অঞ্জলী অবস্থি। দারুণ চরিত্র সেটাও। আর এই নতুন ধারাবাহিকেও খুব ইতিবাচক চরিত্রে দেখা যাবে আমায়। হিসাব করে দেখেছি এটা আমার ১২৬তম ধারাবাহিক। আশাকরি, এবারের চরিত্রটিও দর্শকের পছন্দ হবে।"