প্রতি সপ্তাহেই টিআরপিতে নজরকাড়া ফল করে স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'। কয়েক সপ্তাহ ধরে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে এই মেগা। মাঝেমধ্যে সেরা পাঁচ থেকে ছিটকে যায় 'পরশুরাম'। তবে গল্পের নিত্য নতুন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করতে জুরি মেলা ভার এই মেগার।
মাঝে ধারাবাহিকের টিআরপি কমে যাওয়ায় এক সাক্ষাৎকারে এই বিষয়ে তৃণা বলেছেন, "এত বছরে সাতটা সিরিয়ালে অভিনয় করে বুঝেছি টিআরপি ওঠেও না। টিআরপি পড়েও না। সবটাই নির্ভর করে দর্শকের উপর। কার কোন সিরিয়ালের গল্প পছন্দ হবে, মনে ধরবে তা বলা বেশ মুশকিল। এটা বোঝা একটু কঠিন। তবে মন খারাপ যে একেবারেই নেই তা নয়। অবশ্যই আছে। কিন্তু সেটা নিয়ে ভাবছি না। এটাই তো শেষ নয়। এখনও অনেকটা পথ যাওয়া বাকি। আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করব।"
এক সাধারণ ছাপোষা বাঙালির আড়ালে যে একজন ইন্টেলিজনস এজেন্ট লুকিয়ে রয়েছে তা কেউ জানে না। হাতে বাজারের ব্যাগ থাকলেও তার সঙ্গে থাকে আগ্নেয়াস্ত্র। গোপনে সে অপরাধীদের শাস্তি দেয়। অপরাধীদের মুখোশ খুলে দেয় 'পরশুরাম, আজকের নায়ক'।
পরিবারের কথা ভেবে কাউকে সে নিজের আসল পরিচয় জানতে দেয় না। একমাত্র তার ছেলে লাট্টু জানে বাবার আসল পরিচয়। তার চোখে বাবা-ই 'রিয়েল হিরো'। স্ত্রী তটিনী ও মেয়ে পিকুকে পরশুরাম আগলে রাখে। তবে বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ে না তাদের। এমনকী স্ত্রী তটনীর অতীতকে ঘিরেও ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পরশুরামের।

এর আগেও পরশুরামের বারবার মনে হয়েছে যে তটিনী তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তবে স্ত্রীকে সে অন্ধের মতো ভরসা করে বলেই সাহস করে সত্যিটা জানতে চায়নি। কিন্তু তটিনীর অতীতের সঙ্গে কীভাবে জড়িয়ে তাদের শত্রু কর্ণ চ্যাটার্জি? সেই উত্তরের অপেক্ষায় দর্শক। এর মধ্যেই পরশুরামের পরিবারের উপর এল বিপদের কালো ছায়া। তটিনীর সঙ্গে লাট্টু ও পিকুকেও আটক করে রেখেছে কর্ণ চ্যাটার্জি। পরশুরামকেও আহত করেছে তার লোকেরা। কীভাবে নিজের পরিবারকে রক্ষা করবে সে? সম্প্রতি সামনে আসা ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এমনই প্রশ্ন ঘুরছে দর্শকের মনে।
প্রসঙ্গত, এই গল্পের একঘেয়ে ভাব না থাকার জন্য দর্শক মহলে শুরু থেকেই জায়গা পাকা করেছে। পরশুরামের জীবনযুদ্ধ থেকে শুরু করে তার দুই ছেলেমেয়ে লাট্টু ও পিকুর দুষ্টুমি, দর্শক দেখতে দারুণ পছন্দ করেন। তাই প্রতি সপ্তাহে টিআরপিতে নিজের জায়গা করে নেয় এই ধারাবাহিক।
