জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এ এখন জোরদার টুইস্ট। গল্পের মোড়ে রোজ কিছু না কিছু ঘটছে। আবারও ইন্দ্রাণীর চোখের আড়ালে ঘটতে চলেছে এক বিরাট কাণ্ড! কুসুম এখন উঠেপড়ে লেগেছে ঈশান ও অনুশ্রীকে এক করার জন্য। এদিকে, বহুদিন আগেই দেবলীনাকে ছোটছেলের পাত্রী হিসেবে বেছে রেখেছে ইন্দ্রাণী। ঈশানের ভালবাসা তাই গুরুত্ব পায় না বাড়িতে। এমনকী প্রথমদিকে আয়ুষ্মানও ভুল বুঝেছিল ভাইকে। 

 


পরে যদিও ঈশান ও অনুশ্রী প্রমাণ করে দেয় তারা একে অপরকে কতটা ভালবাসে। তাই দু'জনের বিয়ে দেওয়ার জন্য কুসুমও এগিয়ে আসে। তবে ইন্দ্রাণীর চোখের আড়ালেই চলে ঈশান ও অনুশ্রীর বিবাহ অভিযানের পর্ব। অনুশ্রী জানায়, সবার আগে তার বাবাকে এই বিয়েতে রাজি করাতে হবে। সেই মতো ছদ্মবেশে অনুশ্রীর গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছয় কুসুম, আয়ুষ ও ঈশান। সেখানে গিয়ে অনুশ্রীর বাবার মন জয় করে তারা। নিজেদের আসল পরিচয় দিতেই রেগে যায় অনুশ্রীর বাবা। তবে কুসুম তার রাগ ভুলিয়ে অনুশ্রী ও ঈশানের বিয়ের জন্য রাজি করায়। 

 


এদিকে, একপ্রকার জোর করেই দেবলীনার সঙ্গে ঈশানের বিয়ের আয়োজন করে ইন্দ্রাণী। সেই বিয়ের আসরেই দেবলীনার মুখোশ খুলে দেয় আয়ুষ ও কুসুম। ইন্দ্রাণীকে আয়ুষ জানায়, কুসুমের কিডন্যাপের পিছনে দেবলীনারই হাত রয়েছে। দেবলীনাকে বিয়ের আসর থেকেই পুলিশের হাতে ধরিয়ে দেয় ইন্দ্রাণী। 

 


এরপর সামনে আসে আসল সত্যিটা। ইন্দ্রাণী রাগে, ক্ষোভে ফেটে পড়ে। সে কল্পনাই করতে পারে না যে তার চোখের আড়ালে দুই ছেলে ও কুসুম এত বড় কাজ করে ফেলেছে। সে বলে কাউকে ক্ষমা করতে পারবে না। ঠিক তখনই ইন্দ্রাণীর সামনে এসে দাঁড়ায় অনুশ্রীর বাবা। সে জানতে, তাকেও কি ক্ষমা করবে না ইন্দ্রাণী? তবে কি এবার সব ভুল বোঝাবুঝি মিটে যাবে? ঈশান ও অনুশ্রীর বিয়েতে দুই বাড়ির লোকেরাই মত দেবে? 

 

 

সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এমনই প্রশ্ন ঘুরছে দর্শকের মনে। গল্পের নতুন মোড়ে এবার কী হয়, সেটাই দেখার। 'কুসুম' যদিও শুরু থেকেই দর্শকের চর্চায় থাকে। তবে টিআরপিতে দারুণ ফল করতে দেখা যায় না এই ধারাবাহিককে। কিন্তু এবার নতুন টুইস্টের আঁচ টিআরপিতেও পড়বে কিনা সেটাই দেখার অপেক্ষায় দর্শক।