বর্তমানে টানটান উত্তেজনা ঘেরা পর্ব চলছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ। গত সপ্তাহে টিআরপিতে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এই মেগা। গল্পে কয়েকদিন আগেই আর্য-অপর্ণা একে অপরকে মনের কথা জানিয়েছেন। মাঝে আবার ডাক্তার হিন্দোলের সঙ্গে তার বিয়ে ঠিক করে অপুর বাবা-মা। কিন্তু আর্য-অপর্ণার ভালবাসা দিতে যায়। অপর্ণার বাবা-মা শেষ পর্যন্ত মেনে নেয় তাদের সম্পর্ক। 

 

 

তাদের বিয়ের পাকা কথাও হয়ে যায়। বিয়ের জন্য সব তোরজোড় শুরু। এর মধ্যেই ভাগ্যের ফেরে আবারও আলাদা হতে চলেছে আর্য ও অপর্ণার পথ। জানা যাচ্ছে, ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে খুনের দায়ে জেলে যাবে অপর্ণা! কিন্তু হঠাৎ কেন এই অপরাধের দায় এসে পড়ল তার কাঁধে, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। 

 


তবে কি আর্য-অপর্ণার চারহাত এক হতে গিয়েও হবে না? আবার কোন বিপদের মুখে পড়বে তাঁরা? সম্প্রতি, সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমো দেখে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে। সব বাধা পেরিয়ে কি এক হবে আর্য-অপর্ণা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।‌

 

 

প্রসঙ্গত, ছবির শুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতা জিতু কামালকে। বুকে ব্যথা, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। দুশ্চিন্তায় ছিলেন তাঁর পরিবার-সহ অনুরাগীরা। তবে এবার সুখবর। খানিকটা সুস্থ হয়ে অবশেষে শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেতা। মঙ্গলবার থেকেই জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং শুরু করছেন। সোমবার শুটিং বন্ধ রয়েছে ধারাবাহিকের। কিছুদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ ট্র্যক আসতে চলেছে ধারাবাহিকে। আর্য এবং অপর্নার বিয়ে। যেখানে জিতুকে ছাড়া শুটিং কিছুতেই সম্ভব না। তবে জিতুর শারীরিক অবস্থার উন্নতি না হলে নিশ্চয়ই গল্প খানিকটা বদলাতে হত। সকলের আশীর্বাদ এবং ভালবাসায় আবার শুটিং ফ্লোরে ফিরে কাজ শুরু করবেন তিনি।

 


হঠাৎ অসুস্থতার কারণে সমাজমাধ্যমে প্রযোজনা সংস্থার কাছে ক্ষমা চেয়ে নেন জিতু। তবে তাঁদের খুব বেশিদিন অপেক্ষা করালেন না অভিনেতা। কারণ শুটিং ফ্লোর থেকে দূরে থাকা জিতুর জন্যও কঠিন।  তাই তাঁর জন্য কোন শুটিং আটকে যাক, এমন একেবারেই চাননি অভিনেতা। শুটিং আটকে যাওয়া মানে কলাকুশলীদেরও বড় ক্ষতি, সেই কারণে নিজেকে সুস্থ করে আবার ফ্লোরে ফিরছেন জিতু।

 

 

বিয়ের শুটিং মানে তাতে অনেকটাই চাপ থাকে, তবে চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকেও জিতুর শারীরিক অবস্থার কথা মাথায় রাখা হচ্ছে। নিজের শরীরের খেয়াল রেখে অবশ্যই শুটিং করবেন জিতু। কারণ কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, এতদিন নিজের শরীরের খেয়াল রাখেননি তিনি। তবে সুখবর এটাই যে সকলের প্রিয় অভিনেতা আবার ফ্লোরে ফিরছেন। কিছুদিনের মধ্যেই পর্দায় আবার জিতুকে দেখতে পাবেন দর্শক।