সান বাংলায় রমরমিয়ে চলছে 'বৃন্দাবন বিলাসিনী' ধারাবাহিক। এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র 'মোহিনী মা'।  প্রথমে এই চরিত্রে তুলিকা বসুকে দেখা গেলেও বর্তমানে এই শো-এর সঙ্গে আর কোনওভাবে জড়িত নেই তিনি। এই চরিত্রেই এবার দেখা যাচ্ছে আরেক জনপ্রিয় অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে।

 


গল্প অনুযায়ী শাক্ত ও বৈষ্ণব ভক্তির লড়াই হবে। মুণ্ডমালিনী দেবীর পূজারী গল্পের নায়কের মা। এই চরিত্রেই রয়েছেন সোমা। অন্যদিকে, কৃষ্ণ ভক্তের রূপে দেখা যাচ্ছে সুদীপ্তাকে। কীভাবে ভক্তির মিশেলে সব দ্বন্দ্ব মিটে যাবে, সেই গল্পই ফুটে উঠছে এই ধারাবাহিকে। তবে দ্বন্দ্ব এখনও কিছুই মেটেনি। বরং আরও বেড়েছে। 

 

 

 

শাশুড়ি-বৌমার দ্বন্দ্ব আর ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ নেই। তা এবার লাইভ শো-এর মাধ্যমে সবার চোখের সামনে ধরা দিতে চলেছে! ধারাবাহিকে আসছে বিরাট চমক। গল্পের নতুন মোড়ে মুখোমুখি লড়াইয়ের ময়দানে দেখা যাবে মোহিনী ও বৃন্দাকে। কালী ও কৃষ্ণের তর্জায় মোহিনীকে বৃন্দা প্রশ্ন করে, যদি কালী ও কৃষ্ণ আলাদাই হবেন, তাহলে সব পুজোর শেষে 'নারায়ণী নমস্তুতে' বলা হয় কেন? 

 

 


সম্প্রতি, মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে এমনটাই। তবে বৃন্দার প্রশ্নটি শোনা গেলেও প্রোমোয় মোহিনীর জবাব শোনা যায়নি। বৃন্দাকে কী জবাব দেবে সে? তা জানার জন্য অপেক্ষায় রয়েছে দর্শক মহল। 

 

 


প্রসঙ্গত, বাংলা টকিজের প্রযোজনায় এই ধারাবাহিকের হাত ধরে খল নায়ক হয়েছেন নায়ক! অর্থাৎ জনপ্রিয় ধারাবাহিক 'গীতা এলএলবি'তে ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল গঙ্গোপাধ্যায়। ওই মেগায় তাঁর চরিত্রের নাম ছিল 'সাত্বিক'। এই ধারাবাহিকের মাধ্যমে নতুন চরিত্রে ফিরেছেন অভিনেতা। আর পার্শ্ব চরিত্রে নয়, এবার নায়ক হয়ে পর্দায় ফিরেছেন রাহুল। 

 

 


অন্যদিকে, নায়িকা সুদীপ্তাকে দর্শক শেষ দেখেছিলেন কালার্স বাংলার ধারাবাহিক 'ফেরারি মন' ধারাবাহিকে। যদিও মাত্র ১৫ বছর বয়সেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় তাঁর। এর আগে যদিও নাচের মঞ্চে পরিচিতি পেয়েছিলেন সুদীপ্তা। তাঁর প্রথম ধারাবাহিক জি বাংলার 'চোখের বালি'। এই মেগায় 'আশালতা'র চরিত্রে দর্শক দেখেছিলেন সুদীপ্তাকে। তাঁদের দু'জনের জুটি নতুন হলেও, ইতিমধ্যেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছেন তাঁরা। সান বাংলার টিআরপিতেও বেশ ভালই ফল করছে এই ধারাবাহিক। ভক্তি আর শক্তির মিশেলে তৈরি ধারাবাহিক আগেও দর্শক মহলে পরিচিতি পেয়েছে। তাই 'বৃন্দাবন বিলাসিনী'ও দারুণ পছন্দ করেছেন দর্শক।