বিরাট দুর্যোগের পরে আলাদা হয়ে যায় তেজ ও তরী। সুধা হারিয়ে ফেলে স্বামী ও মেয়েকে। এরকমই মোড় এসেছিল স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ'তে। দর্শক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। এদিকে, ছোট্ট তরী আশ্রয় নিয়েছিল এক গ্রামে। অন্যদিকে তেজ তার স্মৃতি হারিয়ে একেবারে ভোল বদলে ফেলেছিল। কিন্তু গল্পের মোড়ে আসে আরও চমক।

 

তেজ এখন বিচ্চু নামে সুধার কাছাকাছিই রয়েছে। অনেক ঘটনাচক্রে তেজকে চিনে ফেলে সুধা। এদিকে মেয়ে তরীকেও খুঁজে পায় সে। বাড়ির সবাইকে যখন সুধা খুশি হয়ে জানায় যে সে তেজকে খুঁজে পেয়েছে। তখন সবাই অবাক হয়ে যায়। কারণ তাদের কাছে তেজ এখন মৃত। সুধা জানায় বিচ্চুই তাদের তেজ। ঠিক সেই সময় তরিকে কোলে নিয়ে তেজের মতোই দেখতে একজন আসে বসু মল্লিক বাড়িতে। 

 

তরী তাকে বাবা বলে ডাকে। কিন্তু আঁতকে ওঠে সুধা। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না তেজের মতো হুবহু দেখতে আরও একজন মানুষ আছে। শুধু তাই নয়, সে আবার নিজেকে তেজ বলেই পরিচয় দিচ্ছে। এদিকে হাজির হয় বিচ্চুও। দু'জন একেবারে একইরকম। কে আসল তেজ? বুঝতে পারে না সুধা। মাথার মধ্যে সবটা কেমন যেন গুলিয়ে যেতে থাকে তার। 

এদিকে, মুখোমুখি দুই তেজ। তেজের পরিচয় নিয়ে যে বাড়িতে এসেছে সে বিচ্ছুর কাছে জানতে চায় সে যে নিজেকে তেজ বলে দাবি করছে সে সুধাকে কতটা চেনে? বিচ্ছু জানায় সে সুধাকে প্রাণ দিয়ে ভালবাসে। তখন অন্য তেজ বলে তাহলে সে যেন বলে সুধার সঙ্গে প্রথম কোথায় দেখা হয়েছিল? সুধা বাধা দিয়ে জানায়, বিচ্চুর কিছু মনে নেই। তখন ওই তেজ বলে ওঠে তার সবকিছুই মনে আছে। 

 

সুধা কি পারবে আসল তেজকে চিনতে? তেজের রূপে যে হঠাৎ এসেছে তার আসল পরিচয় কী? কী কারণে বসু মল্লিক বাড়িতে এসেছে সে? সম্প্রতি সামনে আসা ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এমনই প্রশ্ন ঘুরছে দর্শকের মনে। কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।