সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন। দীর্ঘ দিনের প্রেমিক স্টেবিন বেনের সঙ্গে খ্রিস্টান মতে বিয়ে করলেন বলিউড অভিনেত্রীর বোন। উদয়পুরে বসেছিল তাঁদের এই বিয়ের আসর। নিকট বন্ধু, আত্মীয় এবং পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের। ইতিমধ্যেই স্টেবিন তাঁদের বিয়ের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। এবার তাঁর শ্যালিকা, তথা অভিনেত্রী কৃতি শ্যানন বোনের বিয়ের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন।
স্টেবিন এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন তাঁদের নতুন পথ চলা শুরু হওয়ার সেখানে প্রথম ছবিটিতে তাঁকে নূপুর শ্যাননকে চুমু খেতে দেখা যাচ্ছে। এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, 'আমি করেছি। আমি করব। আমি আগামীতেও করব। সবসময় এবং চিরকাল।' তাঁর করা এই পোস্টটি কৃতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। লেখেন, 'আমার হৃদয় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অনেক ভালবাসা, আশীর্বাদ। ভাল থেকো তোমরা।' স্টেবিন তাঁর এবং নূপুরের বিয়ের ছবি পোস্ট করতেই বলিউডের একাধিক ব্যক্তিত্ব সহ তাঁদের বন্ধু এবং অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, নূপুর এবং স্টেবিনের বিয়ের থিম ছিল সাদা। নূপুর শ্যানন তাঁর বিয়েতে সাদা ব্রাইডাল গাউন পরেছিলেন। অফ-শোল্ডার স্লিভস ও সূক্ষ্ম ফুলের লেসের কাজ গাউনটিকে করে তুলেছিল আরও আকর্ষণীয়। নরম ও রোম্যান্টিক কাটের সঙ্গে মানানসই ছিল লম্বা ভেল, যা তাঁর লুকে এনে দিয়েছে রাজকীয়তা। স্টাইলিংয়েও ছিল সংযত ছোঁয়া। মুক্ত ও হীরে বসানো স্টাড কানের দুল, হালকা ডিউই মেকআপ, গোলাপি আভাযুক্ত গাল, চোখে নরম শিমার ও ন্যুড লিপস্টিক, সব মিলিয়ে নুপূরকে দেখাচ্ছিল রাজকন্যার মতো। মাঝখানে সিঁথি কাটা হাফ-আপ, হাফ-ডাউন হেয়ারস্টাইল তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছিল। অন্যদিকে স্টেবিন বেন সাদা সুট পরেছিলেন। বিয়ে করেই খ্রিস্টান রীতি মেনে একে অন্যকে চুমু খান। তিন ধাপে কেক কাটেন। বোনের বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানে একাধিক বলিউড গানে আসর জমাতে দেখা যায় কৃতি শ্যাননকে। তাঁর নাচের সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কৃতি শ্যাননের চর্চিত প্রেমিক কবীর বাহিয়াও নূপুর শ্যানন এবং স্টেবিন বেনের বিয়ে উপলক্ষ্যে উদয়পুরে হাজির ছিলেন। গোটা পরিবারের সঙ্গে নাচে, গানে মেতে ওঠেন। প্রসঙ্গত, কবীর বাহিয়ার সঙ্গে প্রেমের জল্পনায় এখনও আনুষ্ঠানিক ভাবে সিলমোহর দেননি কৃতি। তবে তাঁদের দু'জনকে একত্রে, একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে। নূপুর এবং স্টেবিনের বিয়ে উপলক্ষ্যে আমন্ত্রিত ছিলেন কৃতির একাধিক ইন্ডাস্ট্রির বন্ধু। দিশা পাটানি, মৌনি রায়কে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।
শনিবার, ১০ জানুয়ারি উদয়পুরে দৃষ্টিনন্দন পরিবেশে খ্রিস্টান রীতিতে চার হাত এক করেন এই তারকা যুগল। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার, ১১ জানুয়ারি তাঁদের হিন্দু রীতিতে বিয়ের অনুষ্ঠান হবে।
