মাত্র ৪৩ বছর বয়সেই সব শেষ। 'ইন্ডিয়ান আইডল' খ্যাত গায়ক তথা অভিনেতা প্রশান্ত তামাং রবিবার তাঁর নিউ দিল্লির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর মৃত্যুর আগেই তিনি অরুণাচল প্রদেশে শো করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন। তাঁর মৃত্যুর খবরে যখন বলিউড জগতে শোকের ছায়া নেমে এসেছে, মৃত্যুর খবর ঠিক হজম হচ্ছে না তাঁর অনুরাগীদের, সেই সময়ই প্রশান্ত তামাংয়ের দুবাইয়ে করা শেষ পারফরমেন্সের ভিডিও ভাইরাল হয়েছে। 

মাত্র কিছু দিন আগেই প্রশান্ত তামাং দুবাইয়ের ক্লাব ইয়াক অ্যান্ড ইয়েতি এভারেস্টে পারফর্ম করেছিলেন। সেই ক্লাবের তরফে প্রশান্তের পারফর্ম করার খবর ছড়িয়ে লেখা হয়েছিল, 'তৈরি হয়ে যান দুর্দান্ত, ইলেকট্রিফায়িং পারফরমেন্স, দারুণ ভাইবস এবং একটি স্মরণীয় রাতের জন্য। সকল অনুরাগীদের আমন্ত্রণ জানাচ্ছি ওঁর পারফরমেন্স ২৭ ডিসেম্বর লাইভ দেখার জন্য।' তাঁরাই আবার এই অনুষ্ঠানের পর প্রশান্ত তামাংয়ের পারফরমেন্সের একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছিল, 'দারুণ উত্তেজনা, ব্যাপক ভিড় এবং আনবিটেবল ভাইবস।'

প্রশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর এই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। গায়কের অনুরাগীরা তাঁর মৃত্যুর খবর যেন মানতেই পারছেন না। অনেকেই সেই কথাই এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ভীষণ ভাল মনের মানুষ ছিলেন। তার থেকেও ভাল গায়ক ছিলেন। ওঁর গান শুনলেই মন ভাল হয়ে যেত।' আরেক ব্যক্তি লেখেন, 'শান্তিতে এবার ঘুমাও তুমি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'প্লিজ কেউ বলুন যে উনি বেঁচে আছেন। যা যা খবর রটেছে সব মিথ্যে।' আরও অনেকেই তাঁর আত্মার শান্তি কামনা করে মন্তব্য করেছেন। 

প্রসঙ্গত, ৪৩ বছর বয়সে রবিবার, ১১ ডিসেম্বর সকালে নিউ দিল্লিতে, নিজেরই বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রশান্ত তামাং। তাঁর বন্ধু মহেশ সেওয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন জনকপুরীতে মৃত্যু হয়েছে প্রশান্তের। তাঁর কথায়, 'সকাল ৯টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির বাড়িতে মারা গিয়েছে। ওর পরিবার সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে আনার আগেই ওর মৃত্যু হয়েছে। মাত্র কিছু দিন আগেই ওর সঙ্গে কথা হয়েছিল। একদম সুস্থ সবল ছিল।' এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, প্রশান্ত পশ্চিমবঙ্গের ছেলে। দার্জিলিংয়ের অধিবাসী তিনি। 'ইন্ডিয়ান আইডল' খেতাব জয়ের পর দিল্লিতে থাকতেন। ফলে তাঁর মৃত্যুর পর শেষকৃত্য কোথায় হবে দিল্লি না দার্জিলিংয়ে, সেটা এখনও ঠিক করা হয়নি। তাই হাসপাতালের মর্গেই রয়েছে গায়কের দেহ। ১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ের এক নেপালি গোর্খা পরিবারে জন্ম হয়েছিল তাঁর। মাত্র ক'দিন আগেই ৪৩ তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। 

প্রশান্ত তামাং দীর্ঘদিন কলকাতা পুলিশে চাকরি করেছেন। তাঁর বাবার চাকরি পেয়েছিলেন তিনি। ২০০৭ সালে 'ইন্ডিয়ান আইডল' সিজন ৩ -তে অংশ নিয়েছিলেন। মাত্র ২৪ বছর বয়সে সেই খেতাব জয় করেন তিনি। তিনি একাধিক নেপালি ছবি যেমন 'গোর্খা পল্টন', 'অঙ্গালো ইয়ো মায়া কো', 'পরদেশী', ইত্যাদি ছবিতে কাজ করেছেন। এছাড়া 'পাতাললোক' সিজন ২ -তেও দেখা গিয়েছিল তাঁকে। আগামীতে প্রশান্ত তামাংকে সলমন খান অভিনীত 'ব্যাটেল অফ গালওয়ান' ছবিতে দেখা যাবে। 

মৃত্যুর পর প্রশান্ত তামাংয়ের পরিবারে থেকে গেল তাঁর স্ত্রী গীতা থাপা এবং তাঁদের ৪ বছরের মেয়ে আরিয়া তামাং।