স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'। মধ্যবয়সের এক অন্যরকম প্রেমের গল্প দেখিয়ে দর্শকদের মন জয় করেছে সেই ধারাবাহিক। এবার জি বাংলাতেও আসছে মধ্যবয়সের এক দম্পতির অন্যরকম প্রেমের গল্প। আজকাল ডট ইনের তরফে আগেই জানানো হয়েছিল দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত নতুন ধারাবাহিকের জন্য জুটি বাঁধছেন। এবার সেই ধারাবাহিকের নাম এবং প্রোমো প্রকাশ্যে এল। 

দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত নতুন আসন্ন ধারাবাহিকের নাম 'কমলা নিবাস'। গল্প আবর্তিত হবে 'শ্রীনিবাস গুহ' এবং তাঁর স্ত্রী 'কমলা'কে ঘিরে। শ্রীনিবাস নিছকই এক মধ্যবিত্ত মানুষ। সংসারের দায়দায়িত্ব পালন করতে করতে কখন যে তাঁর বয়স বেড়ে গিয়েছে বুঝতে পারেননি। বুঝতে পারেননি বাজারদরও কবে বেড়ে গিয়েছে। কিন্তু জীবনের এই প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েও তাঁর একটাই স্বপ্ন, তাঁর স্ত্রী কমলার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া। নিজেদের একটা বাড়ি গড়ে তোলা। এই চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। 

অন্যদিকে ছাপোষা, সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ হলেন কমলা। সে পরিবারের মঙ্গল কামনা করতে মন্দিরে এসেছে পুজো দিতে। একই সঙ্গে পুরোহিতকে ৩ মেয়েদের কুষ্ঠী দিয়ে যান, ভাল পাত্র খুঁজে দেওয়ার জন্য। তাঁর একটাই স্বপ্ন, তিন মেয়েকে ভাল ঘর, বরে বিয়ে দেওয়া। মেয়েরা যেন সুখে সংসার করে। কমলার চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে। 

দু'জনের স্বপ্ন দুই রকমের। কিন্তু তাও তাদের একে অপরের প্রতি ভালবাসা, টান, অমোঘ। এমন অবস্থায় দু'জনের মধ্যে কার স্বপ্ন আগে পূরণ হয় সেটাই দেখার। তবে এখনও পর্যন্ত জানানো হয়নি 'কমলা নিবাস' ধারাবাহিকটির পথ চলা কবে শুরু হবে। ফলে এখনও স্পষ্ট নয়, কোন মেগার কপাল পুড়তে চলেছে। 

'কমলা নিবাস' ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত দর্শক। তাঁদের অনেকেই জানিয়েছেন গল্পের স্টোরিলাইন ভারী সুন্দর। এই নতুন জুটির রসায়নও বেশ মিষ্টি। এখন এটাই দেখার পালা যে কবে থেকে শুরু হয় নতুন ধারাবাহিক 'কমলা নিবাস' -এর সফর। বা কমলা এবং শ্রীনিবাসের মেয়েদের চরিত্রেই বা কারা থাকবেন। 

'কমলা নিবাস' ছাড়াও জি বাংলায় আসছে আরও এক মেগা, 'সাত পাকে বাঁধা'। সেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন রাহুল মজুমদার এবং সম্পূর্ণা রক্ষিত। এই দুই নতুন ধারাবাহিক কবে থেকে কখন দেখা যাবে সেটাই এখন দেখার পালা। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মাত্র কিছু দিন আগেই শেষ হয়েছে 'জগদ্ধাত্রী' এবং 'ফুলকি'র সফর, সেখানে শুরু হয়েছে 'বেশ করেছি প্রেম করেছি' এবং 'তারে ধরি ধরি মনে করি'। ফলে অল্প দিনে জি বাংলা যে একগুচ্ছ নতুন ধারাবাহিক আনতে চলেছে সেটা বলাই যায়।