কিছু দিন আগেই জয় ভানুশালি এবং মাহি ভিজ জানিয়েছেন তাঁরা তাঁদের দাম্পত্য জীবনে ইতি টানলেন। আর এই ঘটনার মাত্র কয়েক দিন পরেই তুমুল চর্চা শুরু হয়েছে মাহির নতুন সম্পর্ক নিয়ে। শোনা যাচ্ছে সলমন খানের বন্ধু নাদিম নাজকে মন দিয়েছেন অভিনেত্রী। এমনকী তাঁর এবং জয়ের মেয়ে নাদিমকে 'আব্বু' বলে ডাকে। এই জল্পনা রটার পর এদিন অবশেষে গোটা বিষয়ে নীরবতা ভাঙলেন জয়। কী জানালেন প্রাক্তন স্ত্রীর নতুন প্রেম কিসসার জল্পনা নিয়ে? 

এদিন মাহি সমাজমাধ্যমে নাদিম নাজের জন্মদিন উপলক্ষ্যে একটি পোস্ট শেয়ার করেন। সেখানেই তিনি ক্যাপশনে নাদিমকে নিজের 'প্রিয় বন্ধু' বলে উল্লেখ করেন। এবং একই সঙ্গে তাঁর প্রতি ভালবাসা, মুগ্ধতার কথাও জানান। এই পোস্টের কমেন্ট সেকশন রেস্ট্রিক্ট করে দিয়েছেন অভিনেত্রী। ফলে সব মিলিয়েই তাঁদের প্রেমের জল্পনা তুঙ্গে পৌঁছেছে। সেই জল্পনার মাঝেই বন্ধুর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।

অঙ্কিতা তাঁর পোস্টে জানান তিনি জয়, নাদিম এবং মাহি, তিনজনকেই অত্যন্ত কাছ থেকে চেনেন। মাহি এবং জয়ের কাছে নাদিম বরাবরই বাবার মতো একজন ছিলেন। এখনও মাহির মেয়ের কাছে অন্যতম অনুপ্রেরণা নাদিম। তাঁদের সম্পর্ক কেবল এতটুকুই, তার বেশি নয় বলেই জানিয়েছেন অঙ্কিতা। অভিনেত্রীর মতে ছবি দেখে কখনও কনক্লুশনে পৌঁছানো উচিত নয়। সব সম্পর্ককে রোমান্টিক রূপ দিতে হবে, সবেতেই প্রেমের ছোঁয়া থাকবে, এমনটা জরুরি নয় বলেই জানান তিনি। 

অঙ্কিতার এই পোস্টটি এদিন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জয়। জানিয়েছেন তিনি একেবারেই সহমত অঙ্কিতার কথার সঙ্গে।  মাহির এই নতুন প্রেম চর্চায় যে তিনি প্রাক্তন স্ত্রীর পাশে আছেন, এবং নাদিমের সঙ্গে মাহির সম্পর্কের জল্পনাকে নস্যাৎ করে দিলেন সেটা বলাই যায়। জয় এদিন তাঁর পোস্টে লেখেন, 'ধন্যবাদ অঙ্কিতা। তুমি যা যা বললে, তার প্রতিটা কথার সঙ্গে আমি সহমত।' 

প্রসঙ্গত, জয় এবং মাহি গত ৪ জানুয়ারি বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি তাবেন তাঁরা। ২০১১ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তাঁদের তিন সন্তান, একটি তাঁদের নিজেদের মেয়ে তারা এবং রাজবীর ও খুশি তাঁদের দত্তক নেওয়া সন্তান। বিচ্ছেদ হলেও তিন সন্তানকে তাঁরা একসঙ্গেই মানুষ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, জয় ভানুশালি এবং মাহি ভিজ এক সময়ের ছোটপর্দার হিট অনস্ক্রিন জুটি ছিলেন। তাঁদের রসায়ন দর্শকদের দারুণ পছন্দ ছিল।