জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এর গল্প জমে উঠেছে। সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে ঈশান এবং দেবলীনার বিয়ে আটকে দিয়েছে আয়ুষ্মান এবং কুসুম। দেবলীনার আসল রূপ সকলের সামনে ফাঁস করে দিয়েছে তারা। শুধু তাই নয়, দেবলীনাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে বসেই ফন্দি আঁটে গাঙ্গুলি পরিবারকে শায়েস্তা করার। 

 


কিছুদিন আগে প্রোমোতে দেখানো হয়েছে জেলে বসে দেবলীনা জানাচ্ছে তার তুরুপের তাস তৈরি। অন্যদিকে গাঙ্গুলি বাড়িতে বিপদের ঝড় কাটিয়ে সকলে আনন্দে মেতে উঠেছে। পুজো দিয়ে সকলের মাথায় ঠাকুরের তিলক এঁকে দেয় ইন্দ্রাণী। কিন্তু যেন কিছুতেই শান্ত হতে পারে না কুসুমের মন। তার মন কু গাইতে থাকে। আর ঠিক তখনই নিভে যায় ঠাকুরের সামনে জ্বলতে থাকা প্রদীপ। 

 


এদিকে, কয়েকদিন আগেই কুসুম জানতে পারে দেবলীনার পাঠানো গুণ্ডা এই বাড়িতেই ছদ্মবেশে লুকিয়ে রয়েছে। আর সে ইন্দ্রাণীকে মারতে চায়। তাই কোনওকিছু না ভেবে ইন্দ্রাণীকে বাঁচাতে বড়ো বলিদান কুসুমের। দেবীমার মতো সেজে কীভাবে বানচাল করবে সে দেবলীনার পাঠানো ষড়যন্ত্রকারীর নৃশংস প্ল্যান? ইন্দ্রাণীর প্রাণরক্ষা করতে গিয়ে কোন নতুন বিপদের মুখে পড়বে কুসুম? সেই উত্তর যদিও এখনও পর্যন্ত মেলেনি।

 


এদিকে, আগে মুক্তি পাওয়া ওই প্রোমোতে দেখা গিয়েছিল ইন্দ্রাণী যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছে তখনই এক ব্যক্তি এসে তাকে প্রণাম করতে যায়। আর সেই ছলনা করে বন্দুক বের করে সোজা তাক করে ইন্দ্রাণীর দিকে। কুসুম ছুটে এলে আততায়ী জানায় যে এগোবে তাকেই মেরে দেবে। নতুন বছরে গাঙ্গুলি পরিবারে কি তবে ঝড় উঠবে? দেবলীনার প্ল্যানে কে মারা যাবে ইন্দ্রাণী নাকি কুসুম? শেষ পর্যন্ত কী ঘটে সেটাই এখন দেখার। এই প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

 


 

প্রসঙ্গত, গল্পের মোড়ে ঈশানের সঙ্গে অনুশ্রীর বিয়ে মেনে নেয় ইন্দ্রাণী। ঈশান ও অনুশ্রীর বিয়ের নিয়মকাজ দেখে কুসুমের মনে পড়ে তার ও আয়ুষ্মানের বিয়ের কথা। যদিও আয়ুষ্মান এই বিয়েকে নিছক বিজ্ঞাপনের শুটিং হিসেবেই দেখে। তবুও মনে মনে নিজেকে আয়ুষ্মানের স্ত্রী হিসেবেই কল্পনা করে সে। তাই ইন্দ্রাণীর বিপদে একটুও নিজের কথা না ভেবে প্রাণ সংশয়ের মুখে পড়ে কুসুম। ধারাবাহিকের আগামী পর্বের টুইস্ট জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক মহল।