এখন উজির ভুল ধারণা ভেঙেছে। সে একটু একটু করে বুঝতে পারছে ঋষি ব্যানার্জি আসলে ভাল মানুষ। তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। যদিও উজিথ ঋষিকে সমর্থন করার বিষয়টা কিছুতেই মন থেকে মেনে‌ নিতে পারছে না দিদি নিশা। নিত্য নতুন মোড়ে বেশ জমে উঠেছে জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'‌। ক'দিন ধরেই আসল শত্রুদের মুখোশ খুলে দেওয়ার জন্য চেষ্টা করছে উজি ও ঋষি।

 

একসঙ্গে হাত মিলিয়েছে তারা। বেশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়ে ঋষি জানতে পারে বিল্ডিং ভেঙে পড়ার জন্য যে কন্সট্রাকশন কোম্পানি দায়ী, সেটার মালিক দূর্জয় ঘোষাল ও শঙ্খ চৌধুরী। উজিকে সেই কথা জানাতে সে বুঝতে পারে মিথ্যার জালে ঋষিকে ফাঁসানোর চেষ্টা চলছিল এতদিন।

 

তারা দু'জন পুলিশ অফিসার জিৎ-কে দিয়ে সবটা জানিয়ে দেয়। আর বাড়ি থেকে দূর্জয় ঘোষাল ও শঙ্খ চৌধুরীকে গ্রেফতার করে জিৎ। কিন্তু ঋষির পাশে দাঁড়িয়ে উজির এই সত্যি উন্মোচন করাটা মোটেই ভাল চোখে দেখে না নিশা। সে এখনও পর্যন্ত তার দাদা ও বাবার খুনি হিসেবে ঋষিকেই সন্দেহ করে। মনে মনে এখনও ঋষির পরিবারকে শেষ করে দিতে চায়। এদিকে, দূর্জয় ও শঙ্খ চক্রান্ত করতে থাকে উজি ও ঋষিকে শেষ করে দেওয়ার।

ঋষির সঙ্গে হানিমুনে যাওয়ার প্ল্যান করে উজি। উজিকে ঋষির মা জানিয়ে দেয়, এইবার যেন তারা সন্তান আসার সুখবর দেয়। এই কথা শুনে লজ্জায় লাল হয়ে ওঠে উজি। একসঙ্গে তারা প্লেনে চড়ে পাড়ি দেয় হানিমুনে। আর সেই প্লেন দূর্জয় ও শঙ্খর চক্রান্তে ভেঙে পড়ে। খবরটা টিভিতে দেখে নিশা। ঋষির উপর আরও রেগে যায় সে। ভাবে উজিকেও কেড়ে নিয়েছে সে। এবার ঋষির পরিবার শেষ করে দেওয়ার জন্য উঠেপড়ে লাগে সে। অন্যদিকে, উজির ননদ খোঁজ পেয়ে যায় নিশা ও উজির আসল পরিচয়ের। সে দুই বোনের পর্দা ফাঁস করবে বলে ভাবে। 

 

গল্পের মোড়ে কী হতে চলেছে ধারাবাহিকে? সত্যিই কি প্লেন দুর্ঘটনায় মারা যাবে ঋষি-উজি? তাহলে নিশা কীভাবে প্রতিশোধ নেবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।