ঋষিকে যেভাবেই হোক ফাঁসানোর চেষ্টায় আছে নিশা। এদিকে, বোন উজি যে আস্তে আস্তে ঋষির প্রেমে পড়ছে সেটা সে আঁচ করতে পারেনি। তবে সন্দেহ করছে ঠিকই। চক্রান্ত করে ঋষির সঙ্গে উজির বিয়ে দেয় নিশা। তারপর থেকেই ঋষির পরিবারের মুখোশ খুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে সে। শুধু তাই-ই নয়, এসব করতে গিয়ে পুলিশের নজরে পড়ে নিশা। তবে এবার ঋষিকে পুলিশের হাতে তুলে দেবে সে। 

 

 

এমনটাই দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোয়। 'জোয়ার ভাঁটা'র নতুন প্রোমোয় দেখা যাচ্ছে ঋষিকে নিয়ে একটা ক্লাবে আসে উজি। ঋষিকে সে বলে, সব ভুলে নতুন বছর নতুনভাবে শুরু করতে। কিন্তু ঋষি যেন খানিকটা অস্বস্তিবোধ করে ওই ক্লাবে এসে। সে দেখে নিশা-উজির দাদা বসে আছে একটা টেবিলে। যে কিনা সবার চোখে মৃত! তারপরেই টিভিতে চলতে থাকে একটা ভিডিও, যেখানে দেখা যায়, ঋষি অসাবধানতাবশত নিশা-উজির দাদার পেটে কাচের বোতল দিয়ে আঘাত করে। আর ঘটনাস্থলেই মারা যায় সে। 

 


চোখের সামনে এই ঘটনা দেখে ভয়ে চিৎকার করে ওঠে উজি। কিছুতেই যেন এই সবকিছুকে বিশ্বাস করতে পারে না সে। ঠিক সেই সময় পুলিশ এসে গ্রেফতার করে ঋষিকে। তখনই এন্ট্রি হয় নিশার।‌ সে-ই যে এই ঘটনার মূলে তা আর বুঝতে বাকি থাকে না দর্শকের। কিন্তু নিশা কি পারবে আসল অপরাধীকে শাস্তি দিতে? নাকি ঋষি ও তার পরিবারকে ভুল বুঝেই দুই বোনের পথ আলাদা হয়ে যাবে? সেই উত্তরের অপেক্ষায় দর্শক মহল। 

 

প্রসঙ্গত, দুই বোনের স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ের গল্প বলছে জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'। খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। তবে এর মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে পর্দার দুই বোন নিশা ও উজি। এই দুই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। 

 


 

শ্রুতি-আরাত্রিকার অভিনয় বিভিন্ন মেগায় দেখে দর্শক পছন্দ করেছেন। দর্শকের মনে নিজেদের জায়গা গড়ে নিয়েছেন দুই অভিনেত্রী। তবে এই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করে যেন একে অপরকে ছাপিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, এমনটাই দাবি নেটিজেনদের। নেটপাড়ায় চোখ রাখলেই দেখা যায় নিশা ও উজির জন্য দর্শকের ভালবাসা রোজ বাড়ছে। সেই ভালবাসার প্রভাব দেখা যাচ্ছে টিআরপি তালিকাতেও।