নিজস্ব সংবাদদাতা: দর্শকের পছন্দের ধারাবাহিকের তালিকায় শীর্ষেই থাকে স্টার জলসার 'কথা'র নাম। টিআরপি-তেও প্রতি সপ্তাহে ভালই ফল করে কথা-এভির জুটি। যদিও বেশ কয়েক সপ্তাহে নম্বর কমেছে তাদের। কিন্তু গল্পের নিত্যনতুন মোড় মনোযোগ আকর্ষণ করছে দর্শকের।
গল্পের মোড়ে এখন একটু একটু করে কথাকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছে এভি। কিন্তু এত সুখের মাঝেও বিপদের আশঙ্কা করছে কথা! গুহ পরিবারকে ফের বিপদের মুখে ফেলতে ম্যান্ডি নতুন ছক কষে। এবার সে একা নয়, তার সঙ্গে জুটেছে প্রমিত। দু'জনেই কথা-এভিকে আলাদা করার জন্য উঠেপড়ে লেগেছে।
প্রমিতের মুখোশ খুলে দিতে একজোট হয় কথা-এভি। সম্প্রতি, প্রকাশ্যে আসা প্রোমোয় দেখা যায়, শিবরাত্রিতে মহাদেবকে সোনার সাপ অর্পণ করে কথা। এভি-সহ বাড়ির সবাই জড়ো হয় মন্দিরে। মহাদেবের আরাধনায় যখন সবাই মগ্ন তখন এক সাধুর ছদ্মবেশে সেখানে হাজির হয় প্রমিত। চক্রান্ত করে প্রসাদে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সে।
এদিকে, প্রসাদ খেয়ে সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক সেই সময় প্রমিত এসে শিবলিঙ্গ ও সোনার সাপটি পাচার করতে যায়। তখন হাতেনাতে তাকে ধরে ফেলে কথা-এভি। প্রমিতকে এক ঘুষিতে ধরাশায়ী করে দেয় এভি। এবার কি প্রমিতের মুখোশ খুলে দিতে পারবে তারা? নাকি ফের জড়িয়ে পড়বে নতুন কোনও ষড়যন্ত্রে?
