প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করার পর থেকেই অরিজিৎ সিংকে ঘিরে আবেগে ভাসছে সঙ্গীত জগৎ। সেই আবেগেরই এক ঝলক ধরা পড়ল সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজের সোশ্যাল মিডিয়া পোস্টে। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন বিশাল। সেখানে তাঁকে অরিজিতের গাওয়া একটি গান গাইতে দেখা যায়। চোখেমুখে আবেগ স্পষ্ট।

একটি আবেগঘন বার্তাও লিখেছেন বিশাল ভরদ্বাজ। অরিজিতের সিদ্ধান্তে যে তিনি কতটা বিস্মিত ও মর্মাহত, তা স্পষ্ট তাঁর লেখায়। বিশাল লিখেছেন, ‘হে অরিজিৎ… ক’দিন আগেও আমরা এই গানটা নিয়ে একসঙ্গে জ্যাম করছিলাম (তখন তুমি ভিডিওর শুটিং করছিলে)। তখন বুঝতেই পারিনি, এটা হয়তো তোমার সঙ্গে আমার শেষ দিকের কোনও ছবির গান হতে চলেছে। এটা একেবারেই অন্যায়… তুমি সন্যাস ত্যাগ করো। এটা মেনে নেওয়া যায় না।’

ভাইরাল সেই ভিডিওয় দেখা যাচ্ছে, ঘরোয়া পরিবেশে বসে গানটি গাইছেন বিশাল। ক্যাপশনে তিনি জানান, গানটি তাঁর আসন্ন ছবি ‘ও রোমিও’-র, যা অরিজিৎ নিজের ফোনে রেকর্ড করেছিলেন। সেই রেকর্ডিং শুনেই গানটি গাইতে শোনা যাচ্ছে বিশালকে।

উল্লেখযোগ্য বিষয়, বিশাল ও অরিজিতের আগেও একাধিক গুরুত্বপূর্ণ প্রোজেক্টে একসঙ্গে কাজ করেছেন। তাঁদের এই সৃজনশীল জুটি বলিউডে আলাদা জায়গা করে নিয়েছে।

২৭ জানুয়ারি অরিজিৎ আনুষ্ঠানিকভাবে প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন। তাঁর এই সিদ্ধান্তে চারদিকে আলোড়ন পড়ে যায়। একের পর এক সুরকার, পরিচালক ও অনুরাগীরা প্রকাশ্যে নিজেদের বিস্ময় ও দুঃখের কথা জানান।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় অরিজিৎ জানান, তিনি আর নতুন কোনও প্লেব্যাক প্রজেক্ট গ্রহণ করবেন না। তিনি লেখেন, ‘সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে একজন শ্রোতা হিসাবে যে ভালবাসা আপনারা আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি জানাতে চাই, এখন থেকে আর প্লেব্যাক গায়ক হিসাবে নতুন কোনও কাজ নেব না। এখানেই থামছি। যাত্রাটা সত্যিই দারুণ ছিল।’

এই বার্তায় অরিজিৎ তাঁর শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্লেব্যাক শিল্পী হিসাবে নিজের দীর্ঘ যাত্রাকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন। তাঁর এই সিদ্ধান্তে বহু মানুষের মন খারাপ, তা বিশালের মতো সৃষ্টিশীল মানুষের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর গান ‘মাতৃভূমি’ই হতে চলেছে অরিজিতের শেষ বলিউড প্লেব্যাক গান। এক সময় সলমনের সঙ্গেই মনোমালিন্যে জড়িয়ে পড়েছিলেন অরিজিৎ। সেই তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছিল যে গুঞ্জন রটেছিল, সলমনের কোনও ছবিতেই আর জায়গা পাবেন না অরিজিৎ। দীর্ঘদিন সেই দূরত্ব নিয়েই চলেছিল জল্পনা। তবে সময়ের সঙ্গে গলে যায় অভিমানের বরফ। পুরনো সব ভুল বোঝাবুঝি পেরিয়ে আবার সলমনের ছবিতে কণ্ঠ দেন অরিজিৎ। আশ্চর্যের বিষয়, তাঁর প্লেব্যাক কেরিয়ারের শেষ গানটিও হতে পারে সলমনেরই ছবির।