আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...  

সোশ্যাল মিডিয়া থেকে সরতে চান আলিয়া

বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট নিঃসন্দেহে অন্যতম। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবে নিজের জায়গা তৈরি করা থেকে শুরু করে মাতৃত্ব, সময়ের সঙ্গে তাঁর জীবনের বহু অধ্যায় বদলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব তাঁকে কীভাবে বদলে দিয়েছে, সে বিষয়ে খোলাখুলি কথা বলেন আলিয়া। একই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার ইচ্ছার কথাও জানান।

মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে আলিয়া বলেন, “এটা ভীষণ বড় একটা পরিবর্তন। পুরো ন’মাস জুড়ে এই পরিবর্তনটা হয়। নিজের শরীর আর মানসিকতার রূপান্তর টের পাওয়া যায়। কিন্তু যখন নিজের তৈরি সেই শিশুটিকে বাস্তবে জীবন্ত হয়ে উঠতে দেখেন, তখন সেই পরিবর্তনের গভীরতা এতটাই প্রবল হয় যে আগের মানুষটায় ফিরে যাওয়া প্রায় অসম্ভব বলে মনে হয়।”

আলিয়া সোশ্যাল মিডিয়া নিয়ে নিজের দ্বিধার কথাও জানান। অভিনেত্রী বলেন, “কিছু দিন আছে, যখন ঘুম থেকে উঠে মনে হয়, সব সোশ্যাল মিডিয়া মুছে ফেলি, শুধু একজন অভিনেত্রী হয়ে অভিনয়ই করি। বারবার এই আলোচনার অংশ হতে আর ইচ্ছা করে না। কিন্তু আমি জানি, তা করলে সেই সব মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সেটা আমি চাই না।”

বিচ্ছেদ গৌরব ও আকাঙ্ক্ষার?

বিগ বস ১৯-এর বিজয়ী গৌরব খান্নার স্ত্রী ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা তাঁদের দাম্পত্য জীবন নিয়ে ছড়ানো সাম্প্রতিক গুঞ্জনকে সরাসরি নস্যাৎ করলেন। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি রহস্যময় পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়। অনেকেই ধরে নেন, হয়তো তাঁদের সম্পর্ক ভাঙনের পথে। তবে সেই সব জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আকাঙ্ক্ষা নিজেই।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে হিন্দিতে লেখা একটি পোস্ট শেয়ার করেন আকাঙ্ক্ষা। সেই লেখার ভাবার্থ ছিল, ‘যে সম্পর্ক শুধু প্রয়োজনের উপর দাঁড়িয়ে থাকে, সেখানে শেষ পর্যন্ত হৃদয়কেই ত্যাগ স্বীকার করতে হয়।’ এই পোস্ট ঘিরেই অনুরাগীদের একাংশের মধ্যে শুরু হয় নানা রকম অনুমান।

এক সর্বভারতীয় সংবামাধ্যমে সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা বিষয়টি পরিষ্কার করে বলেন, তাঁর ও গৌরবের মধ্যে কোনও সমস্যাই নেই। পাশাপাশি, সংবাদমাধ্যমের একাংশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। আকাঙ্ক্ষার কথায়, “ওই পোস্টের সঙ্গে গৌরবের কোনও সম্পর্কই নেই। আমি এমন মানুষ নই যে, ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়ায় আলোচনা করব। আসলে পোস্টটি ছিল আমার আসন্ন একটি সিরিজের প্রচারের জন্য। লেখাটি নানা ভাবে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু বিষয়টিকে অকারণে অতিরঞ্জিত করা হয়েছে।”

জামিন পেলেন কেআরকে

মুম্বইয়ের ওশিওয়ারা এলাকায় গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিনেতা ও স্বঘোষিত সমালোচক কামাল আর খান (কেআরকে) অবশেষে জামিন পেলেন। গ্রেপ্তারের ছ’দিন পর তাঁকে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে।

এই ঘটনায় পুলিশ হেফাজতে পাঠানো হয়েছিল কেআরকে-কে। তবে আদালতে তাঁর আইনজীবী সানা রইস খান দাবি করেন, গ্রেপ্তারটি ছিল বেআইনি, স্বেচ্ছাচারী এবং আইনের পরিপন্থী। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ৩৫(৩) ধারার অধীনে গ্রেপ্তারের আগে যে বাধ্যতামূলক নোটিস দেওয়ার কথা, তা আবেদনকারীকে কখনওই দেওয়া হয়নি।

গোবিন্দার ‘পতন’ নিয়ে চর্চা

সম্প্রতি গোবিন্দাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তাঁকে ট্যাক্সিতে যাতায়াত করতে দেখা যাওয়ার পরই ভাইরাল হয়ে যায় একটি ভিডিও। সেই ভিডিয়ো ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকে প্রশ্ন তুলছেন, বলিউডের এক সময়ের সুপারস্টারের কি তবে ‘পতনের’ ইঙ্গিত মিলছে?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিয়োয় দেখা যায়, উত্তরপ্রদেশের একটি বিমানবন্দর থেকে বেরিয়ে গোবিন্দা একটি ট্যাক্সিতে উঠে পড়ছেন। গাড়িটি ছিল হুন্ডাই অরা মডেলের, এবং তাতে ‘ভারত সরকার’ লেখা থাকায় অনেকের ধারণা, সেটি একটি সরকারি গাড়ি। ঠিক কী কারণে অভিনেতা ট্যাক্সি ব্যবহার করলেন, তা স্পষ্ট নয়। তবে শুধু এই দৃশ্যই যথেষ্ট ছিল অনলাইনে নানা মন্তব্য আর জল্পনা শুরু হওয়ার জন্য।