বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। দু’জনের কেরিয়ার পথ আলাদা হলেও, তাঁদের মধ্যে রয়েছে এক আশ্চর্য মিল। ব্যক্তিত্ব ও কাজের দৃষ্টিভঙ্গির দিক থেকে দুই তারকা অনেকটাই একরকম। কিন্তু তাও প্রিয়াঙ্কাকে বাধ্য হয়েই দেশ ছাড়তে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বিস্ফোরক দাবি করেছেন প্রযোজক শৈলেন্দ্র সিং। 

প্রযোজকের মতে, এই দুই তারকা নিজেদের কেরিয়ার খুব সচেতনভাবে গড়ে তুলেছেন। তাঁরা কাজকে খুবই গুরুত্ব দেন এবং পেশাদার মানসিকতা বজায় রেখে চলেন। কোনও রকম শর্টকাট বা অযথা বিতর্কে জড়ানো তাঁদের ধাতে নেই। বরং নিজের কাজ দিয়েই বারবার প্রমাণ করে দিয়েছেন নিজেদের যোগ্যতা।

বহু বছর ধরে বলিউডের অন্যতম বড় মুখ শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি সিনেমার ব্যবসায়িক দিকটাও খুব ভালভাবে বোঝেন 'বাদশা'। কোন ছবি কখন করা উচিত, কীভাবে নিজের স্টারডম ধরে রাখতে হয়-এই সব বিষয়ে তাঁর চিন্তাভাবনা খুব স্পষ্ট। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া প্রথমে বলিউডে সফল হলেও পরে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা তৈরি করেছেন। হলিউডে কাজ করে তিনি বিশ্বজুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

শৈলেন্দ্র সিংয়ের মতে, এই জায়গাতেই শাহরুখ ও প্রিয়াঙ্কার সবচেয়ে বড় মিল-দু’জনেই শুধু অভিনেতা নন, নিজেদের ব্র্যান্ড নিজেরাই তৈরি করেছেন। তাঁরা জানেন কীভাবে সুযোগকে কাজে লাগাতে হয় এবং কীভাবে নিজেকে সময়ের সঙ্গে বদলে নিতে হয়।

তবে প্রযোজক আক্ষেপ করে বলেন, বলিউড প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিভাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তাঁর মতে, প্রিয়াঙ্কা এমন একজন অভিনেত্রী যিনি আন্তর্জাতিক স্তরে ভারতীয় সিনেমার মুখ হতে পারতেন। কিন্তু পর্যাপ্ত সমর্থন ও সম্মান না পাওয়ায় তিনি বিদেশে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে বাধ্য হন।

এই প্রসঙ্গে শৈলেন্দ্র সিং আরও বলেন, বলিউডে প্রকৃত প্রতিভার মূল্যায়ন সবসময় ঠিকভাবে হয় না। অনেক সময় রাজনীতি ও গোষ্ঠীবাজির কারণে যোগ্য শিল্পীরা পিছিয়ে পড়েন। প্রিয়াঙ্কার ক্ষেত্রেও এমনটাই হয়েছে বলে তাঁর মত।

প্রযোজকের স্পষ্ট বক্তব্যে, শাহরুখ ও প্রিয়াঙ্কা চোপড়া দু’জনেই কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পেশাদার মনোভাবের জোরে নিজেদের জায়গা তৈরি করেছেন। পথ আলাদা হলেও, তাঁদের চিন্তাধারা ও কাজের প্রতি দায়বদ্ধতা একই রকম। আর সেই কারণেই এই দুই তারকাকে তিনি 'একই ধাঁচের মানুষ' বলে মনে করেন।