বাজেটের পর দেশকে আগামী যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেখানে দেশের শিল্পমহল কী চাইছে তা নিয়ে ইতিমধ্যে চিন্তাভাবনা করছেন দেশের অর্থমন্ত্রী।
2
9
ভারতের শিল্পমহল চাইছে এআই যুগের অগ্রগতি। সেখানে দেশের মধ্যে প্রতিভার অভাব নেই। শুধু করতে হবে উপযুক্ত প্রশিক্ষণ।
3
9
দেশের যুব সমাজকে এগিয়ে যেতে হলে এআই-কে নিয়েই চলতে হবে। সেখানে বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সর্বত্রই এআই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
4
9
ভারতের অর্থনীতি আগামীদিনে অনেকটাই এআই নির্ভর হবে। সেখানে নতুন ভিশনকে রেখেই এগিয়ে যেতে হবে। কোনও আপোষ করলে চলবে না।
5
9
ভারতে ইতিমধ্যেই ১৬ শতাংশ এআই কার্যকারিতা তৈরি হয়েছে। তবে এই শতাংশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই দেশের যুব সমাজ এগিয়ে যাবে।
6
9
বিশেষজ্ঞরা মনে করছেন বাজেটকে হতে হবে এমন যেখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পমহলে সরাসরি যোগ থাকে। ফলে পড়ুয়ারা সরাসরি নিজেদের ভবিষ্যতকে গড়তে পারবেন।
7
9
ভারতের মতো দেশে এআই-কে করে তুলতে হবে ভবিষ্যৎ। সেখানে প্রতিটি কলেজে শিক্ষা থেকে শুরু করে পরিকাঠামোর উন্নতি করতে হবে।
8
9
বিশ্বের কাজের বাজারের দিকে দেখলে দেখা যায় এআই-কে তারা প্রতিটি কাজের সঙ্গেই যুক্ত করেছে। সেখান থেকে তাদের কাজের গতি বেড়েছে। ভারতকেও সেই পথে হাঁটতে হবে।
9
9
ডাটা নির্ভর পরিকাঠামো দেশকে গড়বে। সেখানে প্রতিটি চাররির বাজার তৈরি হবে এআই দিয়েই। সেদিকেও নজর থাকতে পারে অর্থমন্ত্রীর বাজেটেও।