রানি মুখার্জির নতুন ছবি ‘মর্দানি ৩’ মুক্তি উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানালেন শাহরুখ খান। শুক্রবার এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করে শাহরুখ শুধু সহ-অভিনেত্রী হিসাবেই নয়, মানুষ হিসাবেও রানির শক্তি ও সহমর্মিতার প্রশংসা করেন।

এক্স-এ শাহরুখ লেখেন, ‘হৃদয় থেকে আমার ‘মর্দানি’ রানি-কে অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত, পর্দার মতো বাস্তব জীবনেও তুমি যেমন দৃঢ়, শক্তিশালী ও সংবেদনশীল, মর্দানি ৩-তেও তেমনটাই থাকবে।’

শাহরুখের এই পোস্টে দ্রুতই ভরে ওঠে অনুরাগীদের মন্তব্যে। এক ভক্ত লেখেন, ‘ভালভাবে লেখা শক্তিশালী নারী চরিত্র, আর তার চেয়েও ভাল অভিনয়, এই কম্বিনেশনটা খুব ভাল।’ আরেকজনের মন্তব্য, ‘মর্দানি শুধু একটা ছবি নয়, এটা একটা বক্তব্য। আর রানি সেই বক্তব্যটা নীরব দৃঢ়তায় বহন করেন।’ কেউ লিখেছেন, ‘বাস্তব জীবনের সাহস আর শক্তিই মর্দানিকে আরও প্রভাবশালী করে তুলেছে।’ অনেকে আবার দু’জনকে ফের একসঙ্গে ছবিতে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন। এর আগে সলমন খানও রানির ছবির প্রশংসা করেন।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘মর্দানি ৩’এ ফের নির্ভীক পুলিশ অফিসার এসিপি শিবানী শিবাজি রায়ের ভূমিকায় ফিরেছেন রানি। ছবিতে একাধিক জায়গা থেকে বহু কিশোরীর নিখোঁজ হওয়ার তদন্ত করতে গিয়ে শিবানী এক মানবপাচার চক্রের সন্ধান পায়। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ।

অভিরাজ মিনাওয়ালা পরিচালিত ছবিটি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রানি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জানকি বোদিওয়ালা, মল্লিকা প্রসাদ ও যিশু সেনগুপ্ত। ২০১৪ সালে শুরু হওয়া ‘মর্দানি ’ ফ্র্যাঞ্চাইজির এটি তৃতীয় কিস্তি। এর আগে ২০১৯ সালে মুক্তি পায় ‘মর্দানি ৩’।

শাহরুখ ও রানি এর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি আলবিদা না কহনা ’ ও ‘চলতে চলতে’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০২৫ সালে দু’জনেই তাঁদের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ‘জওয়ান’এর জন্য সেরা অভিনেতা হিসাবে শাহরুখ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র জন্য সেরা অভিনেত্রী হিসাবে সম্মানিত হন রানি।

শাহরুখকে পরবর্তীতে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘কিং’এ। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুরের মতো তারকারা। রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালে।