নিজস্ব সংবাদদাতা: একের পর এক বিপদ এসে পড়ছে রাঙামতির জীবনে। যদিও সমস্ত কঠিন পরিস্থিতিতে একলব্যকে পাশে পায় সে। কিন্তু তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় নতুন বিপদ! কী হবে এবার? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ১৩ নম্বর স্টুডিওতে, স্টার জলসার 'রাঙামতি তীরন্দাজ'‌‌-এর শুটিং ফ্লোরে। 


আড্ডার ফাঁকে 

সবে শেষ হয়েছে লাঞ্চ ব্রেক। মেকআপ রুমে চলছে পরবর্তী দৃশ্যের সংলাপ ঝালিয়ে নেওয়ার পালা। এর মধ্যেই একলব্যর মেকআপ রুমে ঢুকে পড়ে রাঙামতি। সংলাপ মুখস্থ বাদ দিয়ে জমে ওঠে আড্ডা। এই ক'দিনেই কতটা অফস্ক্রিন বন্ধুত্ব হয়েছে তাঁদের? পর্দার 'একলব্য' ওরফে নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের কথায়, "আমি একটু মুখচোরা। যেহেতু গল্পে রাঙামতি ও একলব্যর প্রথমদিকেই মিল দেখানো হয়নি, তাই চেয়েছিলাম পর্দায় এপারেও একটু দূরত্ব বজায় রাখতে। কিন্তু ওর এত কমপ্লেন শুনেছি, আমি নাকি ওকে এড়িয়ে চলি! এইসব শোনার পর একপ্রকার বাধ্য হয়েছি বন্ধুত্ব করতে।" নীলাঙ্কুরের কথা শুনে লজ্জায় জিব কেটে 'রাঙামতি' ওরফে মনীষা মণ্ডল বলেন, "আমি মোটেও ওরকম বলিনি। চেয়েছিলাম সবাই মিলেমিশে থাকতে। সবসময় লেগপুল করে আমার।" 


সেরা জুটি কারা? 

কঠিন বিপদের মুখ থেকে ফিরে আসে 'রাঙামতি'। শুটিং করতে গিয়ে মনীষা কখনও ভয় পেয়েছেন? নায়িকার কথায়, "অনেক কঠিন সিন করেছি। কখনও গাছে চড়া, কখনও জলে পড়ে যাওয়া, কখনও আগুনের সামনে। তবে ফ্লোরের দাদারা সব সময় সাহস জুগিয়েছেন, তাই হয়তো ভয় পাইনি। কিন্তু প্রথম প্রথম নিজেকে প্রমাণ করার চেষ্টায় একটু নার্ভাস হয়ে যেতাম।" জনপ্রিয়তা আসতে শুরু করলেই ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে যায়, সেই জন্য কি নিজেদের ব্যক্তিগত জীবন দু'জনেই আড়ালে রাখেন? নীলাঙ্কুরের কথায়, "এত ভাবি না। সেইভাবে দেখতে গেলে রোজ সকালে ঘুম থেকে উঠে ফোন সুইচ অফ করে দিতে হয়। কিন্তু সেটা তো পারি না। তাই কে কী ভাবল, কে কী বলল, তা নিয়ে মাথা ঘামাই না।" নীলাঙ্কুরের কথায় সায় দেয় মনীষাও। টিআরপি-র চাপটা ঠিক কতটা? একটু চুপ করে থেকে মনীষা, নীলাঙ্কুরের দিকে তাকিয়ে বলেন, "আমরা চেষ্টা করি। শুরু থেকে যে জায়গাটা পেয়েছি, সেটা ধরে রাখার চেষ্টা করি রোজ। বাকিটা তো আমাদের হাতে নেই।" 'রাঙা-একলব্য' বাদে আপনাদের চোখে সেরা জুটি কারা? নীলাঙ্কুরের চটজলদি জবাব, "তেজ-সুধা। এককথায় ওরাই। কারণ, আমি হানি বাফনার ফ্যান।" মনীষা বলেন, "আমার চোখে আঁখি-দেবার জুটিটা সেরা। অর্কপ্রভ-তিতিক্ষা দু'জনকেই খুব ভালবাসি।" 


আড্ডার ফাঁকে চলে এলেন মেকআপ আর্টিস্ট। পরবর্তী দৃশ্যের জন্য তৈরি হতে হবে। অগত্যা হাসি-মজার রেশ কাটিয়ে ফেরার পালা।